একশ বছর পরেও ইতিহাসে আমার নাম থাকবেঃ এনামুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০০৫ সালের আজকের এই দিনে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ রানের সেই জয়ের মূল নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। প্রথম ইনিংসে উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে ৪৫ রান খরচায় ৬ উইকেট নিয়ে জিম্বাবুয়ে শিবিরে ধ্বস নামান তিনি। ফলে বাংলাদেশের দেয়া ৩৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৫৪ রানে অলআউট হয় সফরকারীরা। আর প্রথম টেস্ট জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ।
দীর্ঘ ১৫টি বছর পার হলেও এখনও সেই জয় জাজ্বল্যমান হয়ে আছে এনামুলের স্মৃতির মানসপটে। প্রথম টেস্টে ম্যাচ সেরার পুরষ্কার পাওয়ার গৌরবে আজও উদ্ভাসিত হন তিনি। চলমান বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা এই স্পিনার এমনটাই জানান।

এনামুল বলেন, 'একশ বছর পরেও যদি কেউ ইতিহাসের পাতা খোলে তাহলে দেখবে যে বাংলাদেশ প্রথম যে টেস্ট জিতেছে সেখানে আমিই ছিলাম ম্যাচ সেরা। অবশ্যই এটা আমার জন্য একটা গর্বের ব্যাপার। আর সত্যি কথা বলতে এখনও দশ জানুয়ারি আসলে মনে হয় যে আমি বাংলাদেশের জন্য আমি কিছু করেছি।'
টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৯ বছর পার হলেও এখনও এই ফরম্যাটে নিজেদের সামর্থ্যের প্রমাণ সেভাবে দিতে পারেনি বাংলাদেশ। হাতে গোনা কয়েকটি সাফল্য থাকলেও বড় কিছু করে দেখাতে সক্ষম হয়নি তারা। এই বিষয়টি পোড়াচ্ছে বাংলাদেশের হয়ে ১৫টি টেস্ট খেলা এনামুলকেও।
তিনি বলেন, 'এই ব্যাপারটি আমাকেও পোড়ায়, কখনো মনে হয় হয়তো আমাদের ভুল, হয়তো আমরা সেভাবে স্ট্রাকচার গড়ে তুলতে পারিনি। যেভাবে আমরা এগোতে চেয়েছিলাম টেস্ট ক্রিকেটে সেভাবে পারিনি। অবশ্যই আমাদের উচিত ছিল আমাদের ধারাবাহিকভাবে টেস্ট ক্রিকেটটি ভালো খেলা। সেটা হয়ে ওঠেনি। আশা করবো ভবিষ্যতে আমরা আরো গুরুত্ব দিব লাল বলের ক্রিকেটকে।'