ভারত সিরিজে বিশ্রামে অস্ট্রেলিয়ার কোচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোচ হিসেবে দারুণ সময় যাচ্ছে জাস্টিন ল্যাঙ্গারের। টানা সিরিজ থাকায় ক্লান্ত হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার এই প্রধান কোচ। তাই তিনি ছোটো বিরতিতে যাচ্ছেন। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ল্যাঙ্গার।
তাঁর বদলি হিসেবে সিনিয়র অ্যাসিস্টেন্ট কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড প্রধান কোচের ভূমিকায় থাকবেন। গত বছরই ল্যাঙ্গারের সহকারী হিসেবে দায়িত্ব নেন ম্যাকডোনাল্ড। এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।

ম্যাকডোনাল্ড তাঁর দায়িত্ব যথযথ ভাবে পালন করতে পারবেন বলে আশাবাদী ল্যাঙ্গার। তিনি বলেছেন, 'সে অসাধারণ একজন কোচ। তাঁকে সাহায্য করার জন্য আমাদের আরও ভালো কোচরা আছেন।'
আগামী ১৪ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে ভারতে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ১৭ এবং ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে। ল্যাঙ্গারের বিশ্বাস তাঁকে ছাড়াই ভারতের সিরিজ উৎরে যেতে পারবে অস্ট্রেলিয়া।
ল্যাঙ্গার বলেন, 'আমি আমাদের কোচিং স্টাফের প্রতি অনেক আত্মবিশ্বাসী ক্রিকেটের বিষয়গুলি নিয়ে। অনেক সময় আমি ৩০ শতাংশ ক্রিকেট নিয়ে ভাবি, বাকি সময়টা আমাদের স্টাফরাই এগুলো করে।'