শুরুর আগেই পাকিস্তান সফর শেষ লাকমলের

ছবি: ছবিঃ শ্রীলঙ্কা ক্রিকেট

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন সুরাঙ্গা লাকমল। শ্রীলঙ্কার এই পেসার ডেঙ্গু জ্বরে ভুগছেন। তাঁর বদলি হিসেবে লঙ্কান টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন অসিথা ফার্নান্দো।
গত কয়েক বছর ধরেই শ্রীলঙ্কার বোলিং আক্রমণের অন্যতম ভরসার নাম লাকমল। পাকিস্তান সফরেও তাঁকে ঘিরেই নিজের পরিকল্পনা সাজাচ্ছিলো শ্রীলঙ্কা। এরই মধ্যে তাঁর অসুস্থতা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে লঙ্কান শিবিরকে।

২০১৭ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান ছিল লাকমলের। একপ্রান্তে টানা বোলিং করে পাকিস্তানি ব্যাটসম্যানদের ভীষণ চাপে রেখেছিলেন তিনি।
দুই টেস্টে ৫৮.৩ ওভার বল করে মাত্র ২.২২ ইকোনমিতে নিয়েছিলেন ছয় উইকেট। লাকমলের অবর্তমানে এবার প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ফার্নান্দো। ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর আর জায়গা হয়নি তাঁর।
জাতীয় দলে জায়গা না হলেও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন ইমার্জিং এশিয়া কাপে। এ ছাড়া এসএ গেমসে দারুণ খেলে নির্বাচকদের নজরে পড়েছেন এই ডানহাতি পেসার।
১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের প্রথম টেস্ট। এই ম্যাচেই অভিষে??? হতে পারে ফার্নান্দোর। সিরিজে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৯ ডিসেম্বর, করাচিতে।