গোলাপি বল নয়, ব্যাটসম্যানরাই বাংলাদেশকে বিপদে ফেলেছেঃ হার্শা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইডেনে দিবা-রাত্রির টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতের কাছে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে গোলাপি বল প্রভাব ফেলেছে মনে হলেও কার্যত এমন কিছুই হয়নি, বরঞ্চ ব্যাটসম্যানদের ব্যর্থতাই বাংলাদেশের জন্য ম্যাচটি কঠিন হয়ে গিয়েছে বলে মনে করছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
প্রথম দিনে মাত্র ৩০.৩ ওভার ব্যাটিং করে ১০৬ রানে অলআউট হয়েছে মুমিনুল হকের দল। বাংলাদেশের হয়ে উল্লেখ করার মতো পারফরম্যান্স ছিল না কোনো ব্যাটসম্যানের।

কেবল ২৯ রান এসেছে ওপেনার সাদমান ইসলামের ব্যাটে। এ ছাড়া ২৪ রান করে অবসরে যান লিটন। একইদিনে ভারত করেছে তিন উইকেটে ১৭৪ রান।
গোলাপি বলে তেমন কোনো সমস্যায় পড়েনি ভিরাট কোহলির দল। হাফ সেঞ্চুরি পেয়েছেন ভারতের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি।
বাংলাদেশের খেলা নিয়ে মন্তব্য করার সময় ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেন, 'মাত্র একদিন গেল ম্যাচটির। গোলাপি বল বড় রকমের কোনও প্রভাব ফেলতে পারেনি।
বাংলাদেশ খুব বাজে খেলেছে এবং ওদের খেলায় মনে হচ্ছে গোলাপি বল অনেক বেশি প্রভাব ফেলেছে। কিন্তু গোলাপি বলের তেমন কোনও প্রভাব নেই।'