promotional_ad

রক্তাক্ত হয়ে মাঠ ছাড়লেন অ্যাস্টন অ্যাগার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ছোট ভাই ওয়েস অ্যাগারের ক্যাচ লুফে নিতে গিয়ে নাক ফেটে গেছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগারের। অস্ট্রেলিয়ার ঘরোয়া একদিনের টুর্নামেন্ট দা মার্শ কাপে এই ঘটনা ঘটে। 


রবিবার অ্যাডিলেডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামেন অ্যাগার। প্রতিপক্ষ দলে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলছিলেন তাঁরই ২২ বছর বয়সী ছোট ভাই ওয়েস অ্যাগার। ম্যাচের শেষ দিকে মার্কাস স্টয়নিসের করা একটি বল মিড অন অঞ্চল দিয়ে উড়িয়ে মারেন ডানহাতি ব্যাটসম্যান ওয়েস। 



promotional_ad

সেখানে ফিল্ডিং করা অ্যাস্টন ক্যাচটি লুফে নিতে গিয়ে পিছলে পড়ে যান। ফলে বলটি সরাসরি নাকে আঘাত করে তাঁর। এরপর রক্তে ভেসে যায় ২৬ বছর বয়সী অ্যাস্টনের মুখমন্ডল। পরবর্তীতে ফিজিওকে সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন তিনি। যদিও ধারণা করা যাচ্ছে গুরুতর কিছু হয়নি অ্যাস্টনের।   


মাঠ ছাড়ার আগে ৯ ওভার বোলিং করে ৪৮ রান খরচায় একটি উইকেট শিকার করেন অ্যাস্টন অ্যাগার। আর তাঁর ভাই ওয়েস ব্যাট হাতে ৯ রান করে আউট হন। অ্যাস্টনের আঘাত পাওয়ার এই ম্যাচে অবশ্য জয় নিয়ে মাঠ ছেড়েছে তাঁর দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। 


শুরুতে টস জিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সাউথ অস্ট্রেলিয়ার অধিনায়ক জ্যাক লেহমান। এরপর খেলতে নেমে ক্যামেরন গ্রিনের ৮৬ রানের ইনিংসে ২৫২ রান সংগ্রহ করে সাউথ অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার কালাম ফার্গুসন সেঞ্চুরি হাঁকালেও ২৪৬ রানে অলআউট হয় সাউথ অস্ট্রেলিয়া। ফলে ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball