বাড়তি পেসারের অভাব বোধ করছেন ডমিঙ্গো

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে দুই জন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষ শিবিরে রয়েছেন তিন পেসার। মূলত টেস্ট খেলার মতো উপযুক্ত পেসারের অভাব থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
ইন্দোর টেস্টের প্রথম দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। এবার তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও। একজন পেস বোলিং অলরাউন্ডারের খুঁজে বের করার কথা উল্লেখ করেছেন তিনি।

ইনজুরিতে ভোগার কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁর অভাব বোধ করছেন ডমিঙ্গো নিজেও। টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'দুই জন পেসার নিয়ে খেলা আসলেই কঠিন। আমাদের তিন নম্বর পেসার খুঁজতে হবে যে ব্যাট করতে পারে। আমার মতে সাইফউদ্দিন সেটা করতে পারে, তবে সে ইনজুরি সমস্যায় ভুগছে।'
বাংলাদেশ দলকে নিয়ে এখনও অনেক কাজ করা বাকি বলে জানিয়েছেন প্রোটিয়া এই কোচ। বিশেষ করে সাত কিংবা আট নম্বরে ব্যাট করার সামর্থ্য রয়েছে এমন ব্যাটসম্যান খুঁজে বের করার দিকে জোর দিতে চান তিনি।
ডমিঙ্গোর ভাষ্যমতে, 'দলটিকে নিয়ে অনেক কাজ করতে হবে। বাংলাদেশের বিপক্ষে যারা খেলে তারা ভালো উইকেট বানায় যেখানে বল অনেক স্পিন করে। আমাদের একজন পেসার দরলার যে ৭ কিংবা ৮ নম্বর পজিশনে খেলতে পারবে।'
ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৯৩ রান সংগ্রহ করেছে স্বাগতিক ভারত। দিন শেষে ৩৪৩ রানে এগিয়ে আছে তারা।