আইপিএলে অতিরিক্ত আম্পায়ার

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে ১৩তম আসরে অতিরিক্ত আম্পায়ার নিয়োগ করতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। প্রতি ম্যাচে শুধুমাত্র নো বল পর্যবেক্ষণের জন্য রাখা হচ্ছে বাড়তি আম্পায়ার।
'নো বল' সংক্রান্ত আম্পায়ারদের ভুল কমাতে অভিনব এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। মঙ্গলবার (৫ নভেম্বর) মুম্বাইয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

আইপিএলে প্রতিবারই নো বল সংক্রান্ত বিতর্ক থাকে। অন্য আসরে বিতর্ক কম হলেও ২০১৯ সালের আইপিএলে নো বল বিতর্ক বেশ ভালোভাবেই ছিল। এ কারণে প্রশ্নের মুখে পড়তে হয়েছে আইপিএলের আম্পায়ারিং নিয়ে।
বিতর্ক থেকে সরতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের আইপিএল নিয়ন্ত্রক কমিটি। নো বল পর্যবেক্ষণ করা সেই আম্পায়ারের নামকরণ করা হয়েছে 'নো বল আম্পায়ার'।
মঙ্গলবার আইপিএলের গর্ভনিং কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে, আইপিএলের আগে ভারতের রঞ্জি ট্রফি বা অন্য কোনও ঘরোয়া টুর্নামেন্টে পরীক্ষামূলকভাবে নো বল আম্পায়ারকে ব্যবহার করা হবে।
মাঠের দুই আম্পায়ার আর তৃতীয় আম্পায়ারের সঙ্গে তাল মিলিয়ে কাজ চালিয়ে যাবেন নো বল আম্পায়ার। আগামী ১৯ ডিসেম্বর ভারতের কলকাতায় ২০২০ সালের আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে।