promotional_ad

বোলারদের অধিনায়ক কোহলিঃ শোয়েব আখতার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে বোলারদের অধিনায়ক হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। কোহলির মতো অধিনায়ক পাওয়াটা বোলারদের জন্য অনেক বড় ব্যাপার বলেও বিশ্বাস করেন তিনি। 


২০১৩ সালে অধিনায়কত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কোহলির নেতৃত্বে তিন ফরম্যাটে ১৫৬টি ম্যাচ খেলেছে ভারত। যেখানে জয় পেয়েছে ১০৩টি এবং পরাজিত হয়েছে মাত্র ৩৯টি। বোলারদের স্বাধীনভাবে বল করতে দেয়ার মানসিকতা এই সাফল্যের অন্যতম কারণ। 



promotional_ad

শোয়েব আখতার বলেন, 'বিরাট কোহলি বোলারদের অধিনায়ক। বোলারদের সঙ্গে থাকার সময় সে অধিনায়কত্ব করে না। সে শুধুমাত্র দেখতে পছন্দ করে যে বোলাররা প্রতিপক্ষের উপর ছড়ি ঘোরাচ্ছে। এটা দারুণ একটি ব্যাপার যে ভারতীয় বোলাররা কোহলির মতো অসাধারণ ভালো একজন অধিনায়ক পেয়েছে।' 


কোহলির পাশাপাশি আখতারের প্রশংসা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্নম টেস্টে ওপেন করা রোহিত শর্মাও। সেই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। টেস্টে রোহিতের মতো ব্যাটসম্যানদের নিয়মিত খেলা উচিত বলে মনে করছেন পাকিস্তানের সাবেক পেস তারকা শোয়েব।


তিনি বলেন, 'রোহিত শর্মা একের পর এক সেঞ্চুরি করে এবং আমি অনেক আগে থেকেই বলে আসছি যে রোহিতের উচিত ভারতের টেস্ট দলে খেলা। এখান থেকে সে অনেক বড় একজন টেস্ট খেলোয়াড় হতে পারবে। মায়াঙ্ক আগারওয়ালও দারুণ ফর্মে আছে, ভারতের লাইন আপ যথেষ্ট সম্ভাবনাময়।'  



দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলির নেতৃত্বে প্রথম টেস্টে ২০৩ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা। ৩ ম্যাচে ১৬০ পয়েন্ট পেয়েছে ভারত। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball