promotional_ad

সমালোচনা ফেরানোর ঢাল আছে রোহিতের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের হয়ে ২৮টি টেস্টে ৫টি সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মা। তাঁর সবগুলো সেঞ্চুরিই দেশের মাটিতে। বিদেশের মাটিতে এখন পর্যন্ত কোনো সেঞ্চুরি না পাওয়া রোহিতকে তাই প্রতিনিয়তই সমালোচনার শিকার হতে হয়। 


৩২ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান অবশ্য এসব সমালোচনা কানে তোলেন না। সমালোচনাকে গায়ে না মেখে নিজের খেলার প্রতি বেশি গুরুত্ব দিতে চান তিনি। যে কারণে নিজেকে সমালোচকদের কাছ থেকে একটি ‘অদৃশ্য’ ঢাল দিয়ে আড়াল করে রাখেন রোহিত। 



promotional_ad

ভারতের ডানহাতি এই ও???েনার বলেছেন, ‘বাইরে যেটাই ঘটুক না কেন, আমি কখনও এটা নিয়ে ভাবি না। যে যাই বলুক, আমি সেটা নিয়ে ভাবি না। এখন যারা আমাকে নিয়ে কথা বলছে, তাদের থেকে আমি নিজেকে একটি ঢাল দিয়ে আগলে রাখি। এই ঢালটি বেশ মজবুত। কোনো কিছুই এখানে ঢুকতে পারে না। তাই মানুষ যেটাই বলুক কিংবা ভাবুক না কেন, এটা আমাকে কিছুই ভাবায় না।’


২০১৩ সালে টেস্টে অভিষেক হয় রোহিত শর্মার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৬ নম্বরে খেলতে নেমে ১৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। পরের ম্যাচে অপরাজিত ১১১ রানের আরেকটি ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। 


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া বিশাখাপত্নম টেস্টে ওপেনিংয়ে নেমে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন রোহিত। দেশের মাটিতে দুর্দান্ত ব্যাটিং পরিসংখ্যানের মালিক এই ব্যাটসম্যান বলেন, ‘দিন শেষে আমাকে আমার খেলাটি খেলতে হবে এবং আমাকে খেলাটি উপভোগ করতে হবে। কারণ আমার স্বপ্ন ক্রিকেট খেলা এবং আমি এই স্বপ্ন নিয়েই বেঁচে আছি।’  



টেস্টে ৫টি সেঞ্চুরির মালিক হলেও ২১৮ ওয়ানডেতে ২৭টি সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মার। এ ছাড়া ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৪টি সেঞ্চুরি এবং ১৭টি হাফ সেঞ্চুরির মালিক ডানহাতি এই ব্যাটসম্যান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball