ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে বিশ্ব রেকর্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৪ সালের নভেম্বরে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার শারজা টেস্টে ৩৫টি ছক্কা মেরেছিলেন দুই দলের ব্যাটসম্যানরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেটাই ছিল এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড।
রেকর্ডটি ভেঙে গেছে সদ্য শেষ হওয়া বিশাখাপত্নম টেস্টে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই টেস্টে ৩৬টি ছক্কা মেরেছেন দুই দলের ব্যাটসম্যানরা। এটাই এখন সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

৩৬টি ছয়ের মধ্যে প্রথম ইনিংসে ৬টি করে ছক্কা মেরেছেন ভারতের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল এবং রোহিত শর্মা। একটি ছয় মেরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ডিন এলগার ৪টি, কুইন্টন ডি কক ২টি এবং একটি ছয় মারেন ফাফ ডু প্লেসি।
দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা ৭টি, রবীন্দ্র জাদেজা ৩টি এবং চেতেশ্বর পূজারা ২টি ছক্কা মারেন। আর একটি করে ছক্কা মারেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে এইডেন মার্করাম, ডেন পিয়েডট এবং কাগিসো রাবাদা একটি করে ছক্কা মেরেছেন।
২০০৬ সালে পাকিস্তান এবং ভারতের মধ্যকার ফয়সালাবাদ টেস্টে ২৭টি ছক্কা মেরেছিলেন দুই দলের ব্যাটসম্যানরা। তালিকার তিন নম্বরে আছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার চট্টগ্রাম টেস্ট। ২০১৩ সালে দুই দলের ব্যাটসম্যানরা ২৭টি ছক্কা মারেন।