দ্য হান্ড্রেড নয়, আইপিএলকে প্রাধান্য হরভজনের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য আইপিএলের আগে 'দ্য হান্ড্রেড' নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না ভারতের তারকা স্পিনার হরভজন সিং। চেন্নাই সুপার কিংসের হয়ে আগামী আসরে খেলার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি বলে জানিয়েছেন।
২০২০ সালের জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো শুরু হবে একশ বলের ক্রিকেট টুর্নামেন্ট। 'দ্য হান্ড্রেড' নামের এই টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে চলতি মাসের ২০ তারিখ। এরই মধ্যে এই ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন ৩৯ বছর বয়সী অফস্পিনার হরভজন।

একশ বলের ক্রিকেট টুর্নামেন্টটিতে অংশ নেয়ার ব্যাপারে হরভজন বলেন, 'হ্যা, আমি ড্রাফটের জন্য আমার নাম দিয়েছি। কিন্তু আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিবো শুধুমাত্র আগামী বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পরেই। দ্য হান্ড্রেডের কথা আসবে আইপিএলের পরে।'
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুসারে বিদেশি কোনো লিগে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ জাতীয় দলের খেলোয়াড়দের। সেক্ষেত্রে দ্য হান্ড্রেডে অংশ নিতে হলে জাতীয় দল থেকে অবসর নিতে হবে ২০১৬ সালে সর্বশেষ ভারতের জার্সিতে খেলা হরভজনকে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে বর্তমানে বিদেশি লিগে নিয়মিত খেলে বেড়াচ্ছেন ভারতের আরেক ক্রিকেটার যুবরাজ সিং। কদিন আগেই ভারতের এই অলরাউন্ডার খেলেছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। এবার হরভজনও একই পথ অনুসরণ করবেন কিনা এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত।
ভারতের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন হরভজন সিং। টেস্টে ৪১৭ উইকেট শিকার করেছেন তিনি। আর ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে তার উইকেট যথাক্রমে ২৬৯ ও ২৫টি।