ধোনির পরই সরফরাজ

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তানের উইকেটরক্ষক এবং অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে খেলতে নেমেছেন সরফরাজ। যা পাকিস্তানের হয়ে বিশ্বরেকর্ড।
সব দলের হিসাবে এই তালিকায় সবার আগে আছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের অধিনায়ক এবং উইকেটরক্ষক হিসেবে ধোনি খেলেছেন ২০০টি ওয়ানডে, যা বিশ্বরেকর্ড।
অধিনায়ক এবং উইকেটরক্ষক হিসেবে এতোগুলো ম্যাচ খেলার রেকর্ডে ধোনির ধারে কাছেই কেউ নেই। এবার ধোনির রেকর্ডের চার ভাগের এক ভাগে পৌঁছালেন দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়া সরফরাজ।
এই তালিকায় সরফরাজের পর আছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। অধিনায়ক এবং উইকেটরক্ষক হিসেবে ফ্লাওয়ার খেলেন ৪৬টি ম্যাচ।
তালিকায় চতুর্থ স্থানে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। অধিনায়ক এবং উইকেটরক্ষক হিসেবে সাঙ্গাকারা খেলেন ৪৫টি ওয়ানডে।
নিজের অধিনায়কত্ব করা ৫০ ওয়ানডেতে সরফরাজের জয়ের সংখ্যা ২৭টি, পরাজয় ২০টিতে। অপরদিকে ২০০ ওয়ানডেতে ধোনি জিতেন ১১০টি ম্যাচে, পরাজয় ৭৪টিতে।
