অবশেষে পাকিস্তানে ক্রিকেট ফিরেছে

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ ১০ বছর পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে পাকিস্তানের মাটিতে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে পাকিস্তান। এরই মধ্যে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে সরফরাজ আহমেদের দল।
সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় ওয়ানডের মাধ্যমে আবারো নতুন যাত্রা শুরু করেছে পাকিস্তান। করাচি জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

এই ম্যাচটি অবশ্য রবিবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের আবহাওয়া ভালো না থাকার কারণে সূচিতে পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১০ বছর আগে ২০০৯ সালে এই করাচি স্টেডিয়ামে যাওয়ার পথেই শ্রীলঙ্কার টিম বাসের ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর আর কোনো দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে যায়নি। এবার পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
যদিও দলটির নিয়মিত ১০জন খেলোয়াড় পাকিস্তান সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। পাকিস্তান সফরে যাননি শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা এবং ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নেও।
এই সিরিজে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়কত্ব দেয়া হয়েছে লাহিরু থিরামান্নেকে। আর টি-টোয়েন্টিতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। এই সিরিজের মাধ্যমে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে অভিষেক হচ্ছে মিসবাহ উল হকের।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ৫৩/০ (১১ ওভার)
(ইমাম ২২*, ফখর ৩১*)