আগে দেশ, ধোনি নয়ঃ গম্ভীর

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের ভবিষ্যতের কথা চিন্তা করে মহেন্দ্র সিং ধোনির দ্রুতই ক্রিকেট থেকে সরে যাওয়া উচিত বলে মনে করছেন দেশটির সাবেক ওপেনার গৌতম গম্ভীর। গম্ভীরের মতে, দেশের চাইতে কখনোই আগে নন ধোনি।
সম্প্রতি গম্ভীর বলেন, 'বিরাট বা যেই অধিনায়ক হোক, তার তখন বলে দেয়া উচিত কে এই ক্রিকেটার আমাদের পরিকল্পনার সঙ্গে যাচ্ছে না। তরুণ কাউকে চার-পাঁচ বছর ধরে গড়ে তোলা উচিত। কেননা এখানে সবার আগে দেশ, ধোনি নয়।

আমি মনে করি অবসর নেয়া যার যার ব্যক্তিগত ব্যাপার। যতদিন আপনি সব দিকে ফিট, ততদিন আপনি খেলবেন। কিন্তু যখন ফিট নন, তখন ভবিষ্যতের দিকে তাকানোই ভালো। আমি মনে করি না, ধোনি পরের বিশ্বকাপে খেলবেন।'
৩৮ বছর বয়সী ধোনির অবসর নিয়ে এরই মাঝে অনেক গুঞ্জন শোনা গিয়েছে। যদিও চলতি বছরের নভেম্বর পর্যন্ত ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন বলে ভারতের ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন ধোনি।
উইকেটরক্ষক হিসেবে ভারতের পাইপলাইনে আছে বেশ কয়েকজন তরুণ। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন সাঞ্জু স্যামসন। ইশান কিশান খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের 'এ' দলের হয়ে রাঙাচ্ছেন এই দুজন।
এদের বাদ দিয়ে ঋষভ পান্তকে ধোনির বিকল্প হিসেবে প্রস্তুত করছে ভারত। ধোনি নিজেও পান্তকে লম্বা সময়ের জন্য তৈরি করার পক্ষে বলে নিশ্চিত করেছে ভারতের বেশ কিছু গণমাধ্যম।