আগে নিজের দেশ ঠিক করুন, আফ্রিদিকে ধাওয়ান

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের কাশ্মীরে চলমান হত্যাযজ্ঞ নিয়ে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। উস্কানিমূলক মন্তব্য করায় তাঁর ওপর ক্ষেপেছেন শিখর ধাওয়ান। আফ্রিদিকে আগে নিজের দেশের অবস্থা ঠিক করার পরামর্শ দিয়েছেন ভারতীয় এই ওপেনার।
আফ্রিদির উদ্দেশ্যে ধাওয়ান বলেছেন, ‘কেউ আমাদের দেশ নিয়ে যদি কিছু বলে, তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে কথা বলব। বাইরের দেশের কারো উপদেশের দরকার নেই। আগে নিজের দেশের সমস্যাগুলো ঠিক করেন, এরপর অন্যদের নিয়ে বলেন।’
‘হিন্দিতে একটা কথা আছে। যার নিজের ঘরই কাঁচের, তার অন্যদের ঘরে পাথর ছোঁড়া উচিত নয়।’ যোগ করেন ধাওয়ান।
এর আগে কাশ্মীরের ঘটনায় ক্ষিপ্ত হয়ে মন্তব্য করেন আফ্রিদি। কাশ্মীরের ঘটনায় ভারত সরকারের নীরবতা দেখে টুইটারে ইউনাইটেড নেশনন্সের (ইউএন) মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আফ্রিদি লিখেছিলেন, ‘ভারতের কাশ্মীরে নির্দোষ মানুষকে হত্যা করা হচ্ছে। সেখানে কেউই স্বাধীন নয়। ইউএন বা অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো কোথায়? তারা কি এই রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে পারছে না?’
