কোহলি দাদার মতোইঃ জহির

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বিরাট কোহলির ক্রিকেটীয় মেজাজ অনেকটা সৌরভ গাঙ্গুলির মতোই, এমনই মনে করেন ভারতের সাবেক পেসার জহির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা বলেছেন জহির।
বিপদের সময় দলের পক্ষে কথা বলা এবং আগ্রাসী মেজাজে অধিনায়কত্ব করার কারণে কোহলির অধিনায়কত্ব জহিরের মনে ধরেছে।
জহির বলেন, ‘বিরাট অনেকটা দাদার (সৌরভ গাঙ্গুলি) মতোই। সে আক্রমণাত্মক। সে সাহসী সিদ্ধান্ত নিতে পারে। দলের বিপদের সময় সে দলকে সুরক্ষা দিতে পারে।’
‘বিরাট যেভাবে আগ্রাসী ব্যাটিং করে, সেভাবেই দলকে নেতৃত্ব দেয়। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে তাকে দেখতে চাই।’ যোগ করেন জহির।
ভারতের হয়ে ক্যারিয়ারের শুরুর দিকে সৌরভ গাঙ্গুলির অধীনে খেলেন জহির। শেষদিকে খেলেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। এই দুজনের মধ্যে সেরা অধিনায়ক বেছে নিতে বলা হলে এড়িয়ে যান জহির।
তিনি বলেন, ‘দাদা আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে শিখিয়েছেন। বিদেশের মাটিতে আমরা জিততে পারি, এই বিশ্বাস তিনি আমাদের দিয়েছেন।’
‘ধোনি ঠাণ্ডা মেজাজের হলেও তার আক্রমণাত্মক মেজাজ ছিল। আমরা ধোনির অধীনে বিশ্বকাপ জিতেছি। তার নেতৃত্বে খেলাটা সৌভাগ্যের।'
