আমার মতো ভুল করো না, রোহিতকে লক্ষণ

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ভারতের হয়ে ইনিংস উদ্বোধন করবেন রোহিত শর্মা। নতুন পজিশনে ব্যাটিং করতে নামার আগে রোহিতকে সতর্ক করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ।
সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত ওপেন করলেও টেস্টে ওপেন করা হয়নি রোহিতের। প্রোটিয়াদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ওপেন করতে নেমে শূন্য রানেই ফিরেছেন তিনি।
রোহিত শূন্য রানে ফেরার পর লক্ষণ বলেন, ‘ওপেন করতে গিয়ে মানসিকতায় পরিবর্তন এনেছিলাম আমি। এই মানসিকতায় তিন-চার নম্বরে অনেক বেশি সফল হলেও একইভাবে ওপেন করতে পারিনি আমি।’
‘আমার ব্যাটিংয়ে অনেক পরিবর্তন এসেছিল। আশা করব রোহিতের এমনটা হবে না। রোহিত ছন্দে খেলতে ভালোবাসে। তার ছন্দ নষ্ট হলে রান পাওয়া কঠিন।’ যোগ করেন শচিন-গাঙ্গুলিদের এই সতীর্থ।
ক্যারিয়ারে মাত্র চারটি টেস্ট খেলেই ওপেন করতে হয়েছিল নিয়মিত মিডল অর্ডারে ব্যাটিং করা লক্ষণকে। এদিক বিবেচনায় রোহিতকে যথেষ্ট ভাগ্যবান মনে করছেন লক্ষণ।
‘আমার অবশ্য রোহিতের মতো এতো অভিজ্ঞতা ছিল না। মাত্র চারটি ম্যাচ খেলেই আমাকে টেস্ট ম্যাচে ওপেন করতে হয়েছিল। রোহিতের ক্যারিয়ার ১২ বছরের। সে অনেক অভিজ্ঞ হয়েই ওপেন করতে নেমেছে। তার ফর্মও আছে।’
