ফাইনালের স্মৃতি এখনও ভাবায় উইলিয়ামসনদের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালের স্মৃতি এখনও ভুলতে পারেননি নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। স্বাগতিক ইংল্যান্ডের কাছে তীরে এসে তরী ডোবার সেই মুহূর্ত প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় খেলোয়াড়দের বলে জানান কিউই দলপতি।
আইসিসির ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে উইলিয়াসন বলেন, 'এটা এমন একটি ঘটনা, যেটি নিয়ে প্রতিদিনই আমাদের মধ্যে আলোচনা হয়। সেদিনের ফাইনাল নিয়ে অন্যরাও নিশ্চয় এখনও আলোচনা করছেন। এর জন্য ম্যাচটাকে কৃতিত্ব দেওয়া উচিত।'

বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সামনে ২৪২ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। এই লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। পরবর্তীতে ফলাফল নির্ধারণের জন্য ম্যাচটি সুপার ওভারে গড়ায়।
সুপার ওভারেও টাই হলে বাউন্ডারি সংখ্যা বিবেচনায় জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। উইলিয়ামসনের মতে আগামী কয়েক বছর আলোচনায় থাকবে এই ফাইনাল। তিনি বলেন, 'ওরকম একটা ম্যাচের সঙ্গে আমাদের নাম জড়িয়ে পড়েছিল। আমার মনে হয়, সতীর্থরা ফাইনাল ম্যাচটা নিয়ে বহু দিন আলোচনা করবে।'
রুদ্ধশ্বাস এই ফাইনালে অবশ্য আম্পায়ারিং নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। মার্টিন গাপটিলের ছুঁড়ে মারা একটি বল অলরাউন্ডার বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারির সীমানা অতিক্রম করে। নিয়ম অনুযায়ী, পাঁচ রান পাওয়ার কথা থাকলেও ছয় রান দেন আম্পায়াররা।