ওভালে ১৮ বছরের আক্ষেপ দূর করবে অস্ট্রেলিয়া?

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ওল্ড ট্রাফোর্ড টেস্ট জিতে ১৮ বছর পর ইংল্যান্ডে মাটিতে অ্যাশেজের শিরোপা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এবার তাদের সামনে সুযোগ শিরোপা জয়ের। ১৮ বছরের এই দুঃখ ঘোচাতে লন্ডনের ওভালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া।
২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা অজিরা ড্র করলেই সিরিজ জিতে যাবে। তবে সফরকারীরা চাইবে ৩-১ ব্যবধানে ইংল্যান্ডকে ঘরের মাঠে লজ্জায় ডোবাতে। সব মিলিয়ে নিজেদের সর্বোচ্চটা দেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চাইবে অস্ট্রেলিয়া।
অ্যাশেজ জিততে না পারলেও স্বাগতিকদের সামনে সুযোগ সমতা দিয়ে সিরিজ শেষ করার। কিন্তু আগের ম্যাচে হার তাদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও প্রভাব ফেলেছে। যে কারণে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া জো রুটের দল।
শেষ ম্যাচে জয় পেতে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে ইংল্যান্ড। প্রথম চার টেস্টে নিজেকে প্রমাণ করতে না পারা ওপেনার জেসন রয়কে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা।

সেই সঙ্গে ওভাল টেস্টের একাদশের জায়গা হারিয়েছেন পেসার ক্রেইগ ওভারটন। তাদের জায়গায় ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট সুযোগ দিয়েছে স্যাম কারান ও ক্রিস ওকসকে। বৃহস্পতিবার অ্যাশেজ অভিষেক হতে যাচ্ছে কারানের।
অন্যদিকে অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন আসার ইঙ্গিত মিলেছে। অ্যাশেজের ৪ টেস্টে ১৯১ রান করা বাঁহাতি ব্যাটসম্যান ট্রাভিস হেডের জায়গায় একাদশে অলরাউন্ডার মিচেল মার্শের থাকার সম্ভাবনা রয়েছে ।
দলের পারফরম্যান্সের সন্তুষ্ট আছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। অধিনায়ক টিম পেইনের অধিনায়কত্বেও মুগ্ধ তিনি। ল্যাঙ্গার বলেন, ‘পেইন যে পর্যায় থেকে এখান পর্যন্ত এসেছে, এই অ্যাশেজ জয়টা সবচেয়ে গুরুত্ব পাচ্ছে তার কাছে। শেষ টেস্ট থেকে আমরা অনেক কিছু শিখেছি, কারণ আমরা মরিয়া ছিলাম জয়ের জন্য।
মাঝে মাঝে আমরা কিছু জিনিস এমনভাবে চাই, সেটার জন্য অনেক শক্ত করে ধরে বসি। আশা করছি ছেলেরা তাদের ভুল থেকে শিখেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অধিনায়ক হিসেবে পেইন বাইরে বেশি ভালো করতে পারেনি এর আগে। তাই আপনাকে জানতে হবে কীভাবে জিততে হবে, তাই এই জয়টা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে।’
এদিকে অ্যাশেজ হারের পর ইংল্যান্ডকে আরও পক্ষপাতী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রথম টেস্টের পর ইনজুরির কারণে ছিটকে যাওয়া জেমস অ্যান্ডারসন। তার মতে, ইংল্যান্ডের মাটিতে মানানসই উইকেট পেয়েছে অজিরা। যা তাদের সাহায্য করেছে চলমান এই লড়াইয়ে।
ডানহাতি এই পেসার বলেন, ‘আমার মনে হয় উইকেটগুলো আমাদের চেয়ে অস্ট্রেলিয়ার জন্য বেশি মানানসই। আমি উইকেটে কিছু ঘাস পছন্দ করতাম, এটাই এখানকার খেলার ধরন। আমরা অস্ট্রেলিয়া যাই এবং সেখানকার উইকেট তাদের জন্য উপযুক্ত থাকে। তারা এখানে আসে এবং তাদের মন মতো উইকেট পায়। এটা সঠিক মনে হচ্ছে না।’
ইংল্যান্ড একাদশ: জো রুট (অধিনায়ক), জফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, বেন স্টোকস ও ক্রিস ওকস।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, মিচেল মার্শ, টিম পেইন (অধিনায়ক/উইকেট রক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন।