ওয়ার্নের কাছে ভিভের চেয়ে এগিয়ে বিরাট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসের চেয়ে বিরাট কোহলিকে এগিয়ে রাখছেন সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন। বিশ্ব ক্রিকেটের সব ফরম্যাটের সেরা ব্যাটসম্যান হিসেবে ভারতীয় অধিনায়ককেই পছন্দ অজি এই কিংবদন্তির।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৩৮৮ ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ৬৮টি সেঞ্চুরি এবং ৯৭টি হাফ সেঞ্চুরিসহ প্রায় ২১ হাজারের কাছাকাছি রান রয়েছে তাঁর নামের পাশে। এক সময় ব্যাট হাতে ক্রিকেট বিশ্বকে শাসন করা ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি রিচার্ডস খেলেছেন ৩০৮টি আন্তর্জাতিক ম্যাচ।

৩৫টি সেঞ্চুরি এবং ৯০টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ১৫২৬১ রান সংগ্রহ করেছেন রিচার্ডস। এই দুইজনের মধ্যে বিরাটকেই সেরা বলে নির্বাচন করছেন অজি কিংবদন্তি।
ওয়ার্ন বলেছেন, 'আমি মনে করি, বিরাট বিশ্বসেরা ব্যাটসম্যান। যদি আমাকে সব ফরম্যাটের একজন ব্যাটসম্যান নির্বাচন করতে বলা হয়। আমি বিরাটকে করব। ভিভ রিচার্ডস ওয়ানডে ক্রিকেটার সেরা ব্যাটসম্যান ছিলেন এবং আমার মনে হয় সব ফরম্যাটেই। কিন্তু বিরাট এখন ওয়ানডে ক্রিকেটের সেরা ক্রিকেটার। সে আমার কাছে ভিভকে ছাড়িয়ে।'
তবে টেস্ট ব্যাটসম্যান হিসেবে স্টিভ স্মিথকে বেশি পছন্দ ওয়ার্নের। আইসিসির টেস্ট ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে বর্তমানে সবার শীর্ষে রয়েছেন অজি ডানহাতি এই ব্যাটসম্যান।
'টেস্ট ক্রিকেটের কথা বললে, এটা বলা খুব কঠিন বিরাট এবং স্মিথের তুলনা করা। কিন্তু আমাকে যদি একজন ব্যাটসম্যান নির্বাচন করতে বলা হয় টেস্ট ক্রিকেটের, তাহলে এটা হবে স্মিথ। কিন্তু যদি আমি স্মিথকে নির্বাচন না করতে পারি এবং বিরাটকে পাই, আমি তখনও খুশি থাকব কারণ সে একজন কিংবদন্তি,' বলেছেন কিংবদন্তি লেগ স্পিনার ওয়ার্ন।