promotional_ad

রেকর্ডের ফুলঝুরিতে স্টিভেন স্মিথ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। দীর্ঘ এক বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর যেন আরো ধারালো হয়ে উঠেছে তাঁর ব্যাট। 


চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড???র বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন স্মিথ। এরপর লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরুদ্ধ স্রোতে ব্যাটিং করে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। জফরা আর্চারের বলে মাথায় আঘাত পেয়ে পরের টেস্টে অনুপস্থিত থাকলেও ওল্ড ট্রাফোর্ড টেস্টে আবারো পরিচিত রুপে ফেরেন এই ডানহাতি।


অসাধারণ ব্যাটিং করে প্রথম ইনিংসে তুলে নেন ডাবল সেঞ্চুরি। ২১১ রানের ইনিংসটি খেলার মধ্য দিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ৩০ বছর বয়সী স্মিথ। দেখে নিন সেই রেকর্ডসমূহঃ 



promotional_ad

১। নিজের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে তিনটি ডাবল সেঞ্চুরির দেখা পেলেন স্টিভেন স্মিথ। আর এই তিনটি ডাবল সেঞ্চুরিই এসেছে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে। অ্যাশেজে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যানদের তালিকায় এখন তিন নম্বরে রয়েছেন সাবেক এই অধিনায়ক। 


স্মিথের সামনে রয়েছেন শুধুই ইংল্যান্ডের কিংবদন্তী ব্যাটসম্যান ওয়ালি হ্যামন্ড এবং সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। অ্যাশেজে ৪টি ডাবল সেঞ্চুরি রয়েছে হ্যামন্ডের। যেখানে ৮টি ডাবল সেঞ্চুরির মালিক ব্র্যাডম্যান।  


২। ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যানদের মধ্যে ছয় নম্বরে আছেন স্মিথ। ওল্ড ট্রাফোর্ড টেস্টে ২১১ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে ব্র্যাডম্যান, জহির আব্বাস, ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজ এবং গ্রায়েম স্মিথের পাশে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ব্যাটসম্যান।


৩। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১১টি সেঞ্চুরি পেয়েছেন স্মিথ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত এক প্রতিপক্ষের বিপক্ষে মাত্র ৩ জন ব্যাটসম্যানের ১১টি বা এর চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে। এই তিন ব্যাটসম্যান হলেন ব্র্যাডম্যান, সুনীল গাভাস্কার এবং জ্যাক হবস। 



ইংল্যান্ডের বিপক্ষেই ১৯টি সেঞ্চুরির মালিক কিংবদন্তি ব্র্যাডম্যান। যেখানে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান সুনীল গাভাস্কার   ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩টি সেঞ্চুরি করেছিলেন। আর ইংল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১টি সেঞ্চুরি পান হবস।  


৪। চলমান অ্যাশেজ সিরিজের চারটি ইনিংসে ১৪৭.২৫ গড়ে ৫৮৯ রান সংগ্রহ করেন স্মিথ। অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানই স্মিথের অর্ধেকের সমান রান করতে পারেননি। মার্নাস ল্যাবুশানে রয়েছেন স্মিথের পরে। 


৫। গত ২৫ বছরের ইতিহাসে একমাত্র অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মিথ। ১৯৯৩ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি পান কিংবদন্তি অ্যালান বোর্ডার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball