বিশ্বকাপের টিকেট কাটতে সালমাদের দরকার ৮৬ রান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে বাংলাদেশ নারী দলের সামনে মামুলি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আয়ারল্যান্ড নারী দল। ফাইনাল নিশ্চিত করতে সালমা খাতুনদের তাড়া করতে হবে ৮৬ রানের লক্ষ্য। আর এই ম্যাচ জিতলেই বাংলাদেশের মেয়েরা পৌঁছে যাবে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে।
স্কটল্যান্ডের ফোরফারশায়ার ক্রিকেট ক্লাব মাঠে এ দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। কিন্তু আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বাংলাদেশি মেয়েদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি দলটি।

২০ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেছে আইরিশরা। ব্যাট হাতে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ডেলানি এবং রিচার্ডসন। দুইজনই ২৫ রান করে সংগ্রহ করেছেন।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। চার ওভার হাত ঘুরিয়ে ১৮ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, নাহিদা আক্তার, সালমা খাতুন এবং রিতু মনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ড নারী দলঃ ৮৫ অলআউট, ওভার- ২০
ডেলানি ২৫, রিচার্ডসন ২৫; ফাহিমা ৩/১৮, সালমা ১/১০