কোহলির কাছে ঋণী বুমরাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট হ্যাটট্রিক করেছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। অনন্য এই অর্জনের জন্য অধিনায়ক বিরাট কোহলির কাছে কৃতজ্ঞ তিনি। রবিবার (১ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে বুমরাহ জানিয়েছেন, শেষ বলটি নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন তিনি।
এ প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘সত্যি বলতে আমি নিশ্চিত ছিলাম না। আমি ভেবেছিলাম বলটা প্রথমে ব্যাটে লেগে তারপর প্যাডে আঘাত করেছে। তাই আবেদনটাও জোরালো ছিল না। কিন্তু এটা একটা দুর্দান্ত রিভিউ ছিল। তাই আমি হ্যাটট্রিকের জন্য আমার অধিনায়কের কাছে ঋণী।’

জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের নবম ওভারে দুর্দান্ত বোলিংয়ে হ্যাটট্রিক করেন বুমরাহ। ব্যক্তিগত চতুর্থ ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে ড্যারেন ব্রাভো এবং শামার ব্রুক্সকে সাজঘরে ফেরান ভারতের এই পেসার।
ওভারের চতুর্থ বলটি রস্টন চেজের প্যাডে লাগে। বলটি স্টাম্পের লাইনে ছিল কি না এই বিষয়ে সন্দিহান ছিলেন বুমরাহ। অন-ফিল্ড আম্পায়ার পল রাইফেলও সাড়া দেননি সেই আবেদনে।
তবে ভারতের অধিনায়ক কোহলি সুযোগ হাতছাড়া করতে চাননি। ফলে রিভিউ নেন ভারত দলপতি। টিভি রিপ্লেতে দেখা যায় বল বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করে লেগ স্টাম্প স্পর্শ করেছে। ফলে থার্ড আম্পায়ার আউট দেন।
হরভজন সিং, ইরফান পাঠানের পর তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে অনন্য এই কীর্তি গড়লেন বুমরাহ। আহমেদাবাদের এই পেসারের হ্যাটট্রিকের দিনে ভালো যায়নি উইন্ডিজের দিনটি। তারা দিন শেষ করেছে ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে।