ক্রিকেট খেলার অনুমতি পাচ্ছেন শ্রীশান্ত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
অবশেষে নিষেধাজ্ঞার মেয়াদ কমতে যাচ্ছে ভারতের পেসার শান্তাকুমারণ শ্রীশান্তের। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সাজা শেষ হচ্ছে তাঁর। শ্রীশান্তের ওপর থেকে নিষেধাজ্ঞা কমিয়ে নেয়ার জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআইকে) নির্দেশ দিয়েছিল কেরালা হাইকোর্ট। সেই নির্দেশেই শ্রীশান্তের আজীবন নিষেধাজ্ঞার শাস্তি কমে সাত বছরে নেমে এসেছে।

২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিংয়ে জড়িয়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন শ্রীশান্ত। সে সময় রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন তিনি।
সেই আসরে ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ ওঠে আইপিএলের দুই দল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই দলকেই আইপিএল থেকে নিষিদ্ধ করা হয় দুই বছরের জন্য।
চেন্নাই-রাজস্থান শাস্তি ভোগ করে ক্রিকেটে ফিরলেও ফেরা হয়নি শ্রীশান্তের। এবার নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফেরার সুযোগ মিলবে তাঁর। ভারতীয় ক্রিকেট দলের হয়ে সর্বশেষ ২০১১ সালে খেলেছেন তিনি।
তারপর ফিক্সিং কাণ্ডে জড়িয়ে নিষেধাজ্ঞার খড়্গে পড়েন ডানহাতি এই পেসার। শ্রীশান্তের বয়স এখন ৩৬। ২০২০ সালে নিষেধাজ্ঞা শেষ হতে হতে তাঁর বয়স হবে ৩৭। এই বয়সে জাতীয় দল বা আইপিএলে শ্রীশান্ত সুযোগ পাবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।