বৃষ্টিতে ঢাকা পড়লো অস্ট্রেলিয়ার বিপর্যয়

ছবি: ছবিঃ ক্রিকেট অস্ট্রেলিয়া

|| ডেস্ক রিপোর্ট ||
লর্ডস টেস্টের প্রথম দিনটি গেছে বৃষ্টির পেটে। দ্বিতীয় দিনে বৃষ্টি বাগড়া না দিলেও তৃতীয় দিনে দুই দলের প্রতিপক্ষ হয়ে ওঠেছে বৃষ্টি। তৃতীয় দিনের খেলা শেষে অজিদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৮০ রান।
শুক্রবার (১৬ আগস্ট) ১ উইকেট হারিয়ে ৩০ রান নিয়ে ইনিংস শুরু করেছিল অজিরা। চার বিরতির আগে আর ৫০ রান যোগ করতেই সফরকারীরা হারিয়ে ফেলে ৩ উইকেট। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম পেইনের দল।
দ্বিতীয় সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চা-বিরতিতে যায় দুই দল। এরপর বৃষ্টির কারণে আর মাঠেই নামা হয়নি তাদের। দিনের শুরুতে দারুণ সূচনা করেছিলেন ক্যামেরন ব্যানক্রফট এবং উসমান খাওয়াজা। দলীয় ৬০ রানে ব্যানক্রফট ১৩ রান করে ফিরে গেলে ৮৯ রানের জুটি ভেঙেছেন অভিষিক্ত জফরা আর্চার।

এরপর ৩৬ রান করা খাওয়াজা ইংলিশ পেসার ক্রিস ওকসের শিকার হয়েছেন। স্কোরবোর্ডে আর ১১ রান যোগ হতেই ট্রাভিস হেডকে (৭) নিজের দ্বিতীয় শিকার বানান ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রড।
সিরিজের প্রথম টেস্টের মতো এখনও অস্ট্রেলিয়ার ভরসা হয়ে আছেন স্টিভেন স্মিথ। তিনি ১৩ রান করে অপরাজিত আছেন। ম্যাথু ওয়েডকে (০) নিয়ে বেশ ভালোই লড়াই করছেন তিনি।
তৃতীয় দিন শেষে অজিরা পিছিয়ে আছে ১৭৮ রানে। এর আগে প্রথম দিন বৃষ্টির পেটে যাওয়ার পর দ্বিতীয় দিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৫৮ রান তুলতেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৫৮/১০ (৭৭.১ ওভার) (বার্নস-৫৩, বেয়ারস্টো-৫২; কামিন্স-৩/৬১, হ্যাজেলউড-৩/ ৫৮)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৮০/৪ (৩৭.১ ওভার) (ব্যানক্রফট-১৩*, খাওয়াজা-৩৬, স্মিথ-১৩; ব্রড-২/২৬, আর্চার-১/১৮)