promotional_ad

লর্ডসে খেলা হচ্ছে না প্যাটিনসনের

ছবি- সংগৃহীত
promotional_ad

 


|| ডেস্ক রিপোর্ট ||


চলমান অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এজবাস্টনে স্বাগতিকদের পাত্তাই দেয়নি অজিরা। ২৫২ রানের বিশাল ব্যবধানে জিতে দারুণ আত্মবিশ্বাস পেয়েছে টিম পেইনের দল।


সিরিজে এগিয়ে থাকলেও লর্ডস টেস্টের দলে পরিবর্তন আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। একাদশে সর্বোচ্চ একটি পরিবর্তন নিশ্চিত। বুধবারের ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 



promotional_ad

বিশ্রাম দেওয়া হয়েছে জেমস প্যাটিনসনকে। স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই পেসার জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। এজবাস্টনে প্রথম ইনিংসে জেসন রয় ও জো ডেনলিকে ফিরিয়ে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন প্যাটিনসন।


বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করেছেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের সঙ্গে অষ্টম উইকেটে ৭৮ রানের অপরাজিত জুটিও গড়েন তিনি। ৪৭ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।


প্যাটিনসঙ্কে বিশ্রাম দেয়ার মূল কারণ সিরিজের তৃতীয় টেস্টে তাঁকে চাইছে অস্ট্রেলিয়া। তাঁর জায়গায় স্কোয়াডে দুজনকে রাখলেও একাদশে জায়গা পাওয়ার দৌড়ে স্টার্কের চেয়ে হ্যাজেলউডই এগিয়ে। 


২০১৫ সালের অ্যাশেজে এই লর্ডসে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে ৪০৫ রানের জয়ে বড় অবদান রাখেন এই ডানহাতি পেসার। ১৪ তারিখ লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। 



অস্ট্রেলিয়া দল (লর্ডস টেস্টের): টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, পিটার সিডল, নাথান লায়ন ও জোশ হ্যাজেলউড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball