চার নম্বর পজিশন নিয়ে ভাবছে না ভারত
ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
চার নম্বরে আস্থা রাখার মতো কোনো ব্যাটসম্যান না থাকায় বিশ্বকাপে সেমিফাইনাল পেরোতে পারেনি ভারত। সাবেক ভারতীয় ক্রিকেটারদের কথায় বারবারই উঠে এসেছে এ কথা। বিশ্বকাপ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরেও চার নম্বর পজিশন নিয়ে ভাবান্তর নেই ভারতের টিম ম্যানেজমেন্টের।
দলের তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াশ আইয়ার ইঙ্গিত দিয়েছেন এমনটাই। যদিও ধারণা করা হচ্ছিল আইয়ারকে চার নম্বর পজিশনের জন্যেই দলে ভিড়িয়েছে ভারত।

আইয়ার বলেন, 'আমার এই ব্যাপারে কোনও ধারণা নেই। এটা পুরোপুরি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি তাদের বলতে পারি না যে আমাকে চার নম্বরে খেলতে দিন। তারাও আমার আবদার মেনে নেবে বিষয়টি এমন নয়।
ম্যানেজমেন্ট যে কাউকে এই পজিশনে খেলাতে চাইতে পারে। এই মুহূর্তে আমাদের এসব ব্যাপারে কিছুই বলা হয়নি।'
দল চাইলে চার নম্বরে খেলতে প্রস্তুত আইয়ার। যদিও যেকোনো পজিশনের জন্যেই নিজেকে প্রস্তুত করেছেন প্রতিশ্রুতিশীল এই ব্যাটসম্যান।
'ব্যক্তিগতভাবে আমি শুধুমাত্র চার নম্বরে ব্যাট করার জন্য নিজেকে প্রস্তুত করিনি। আমি যেকোনো পজিশনে ব্যাট করতে পারব। যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারব। আমি এই সুযোগ লুফে নিতে চাই এবং এর সর্বোচ্চ ব্যবহার করতে চাই।'