বাজে আম্পায়ারিংয়ের রেকর্ডে ধর্মসেনার সঙ্গী উইলসন

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাশেজ সিরিজের শুরু থেকেই সমালোচনা চলছে বাজে আম্পায়ারিং নিয়ে। এজবাস্টন টেস্টে রেকর্ড পরিমাণ ভুল সিদ্ধান্ত দিয়ে বাজে রেকর্ডে নাম লিখিয়েছেন ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন।
এজবাস্টন টেস্টের প্রথম দিন দুই আম্পায়ার আলিম দার এবং উইলসন মিলে আটটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন। পুরো ম্যাচে উইলসনের দেয়া মোট আটটি সিদ্ধান্ত রিভিউ নেয়ার পর বদলাতে হয়েছে। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।

তাঁর সমান আটটি সিদ্ধান্ত বদলাতে হয়েছিল কেবল লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনার।২০১৬ সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে মোট ১৬টি সিদ্ধান্তের মধ্যে আটটি সিদ্ধান্ত বদলাতে হয়েছিল তাঁকে।
এজবাস্টনে উইলসনের দেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে ১২টিতেই রিভিউ নেয়া হয়েছে। এর মধ্যে ৮টি ভুল প্রমাণিত হয়েছে। তবে এর মধ্যে তাঁর চারটি সিদ্ধান্ত সঠিক ছিলো। শেষ সেশনে ইংল্যান্ডের হয়ে ব্যাট করছিলেন অধিনায়ক জো রুট।
তাঁকে দুইবার আউট দিয়েছিলেন উইলসন। দুইবারই রিভিউ নিয়ে বেঁচে যান ইংলিশ দলপতি। প্রথমবার জেমস প্যাটিনসনের করা বলটি রুটের প্যাডে লাগে। অজিদের আবেদনে সারা দিয়ে রুটকে আউট দেন আম্পায়ার।
তবে আত্মবিশ্বাসী রুট রিভিউ নেন। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি লেগ স্টাম্প মিস করেছে। এরপর অজি স্পিনার পিটার সিডলের করা বল রুটের ব্যাটে লেগে এরপর প্যাডে লাগে। কিন্তু আম্পায়ার উইলসন আউট দেন।
সেই যাত্রাও রিভিউ নিয়ে বাঁচেন ইংলিশ অধিনায়ক। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের শুরু থেকেই এমন সিদ্ধান্তে ভরপুর ছিল। ফলে ম্যাচটি বাজে আম্পারিংয়ের দৃষ্টান্ত হয়ে থাকলো।