আবারও স্মিথের কাঁধে অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বার্মিংহামে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে নেই অস্ট্রেলিয়া। দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের লিড পেয়েছে তাঁরা, হাতে আছে সাত উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও খাদের কিনারা থেকে দলকে টেনে তুলছেন স্টিভ স্মিথ। ৪৬ রানে ব্যাটিং করছেন তিনি। অস্ট্রেলিয়ার সংগ্রহ তিন উইকেটে ১২৪ রান।
আগের দিন চার উইকেটে ২৬৭ রান করা ইংলিশরা এদিন থেমেছে ৩৭৪ রানে। সেঞ্চুরিয়ান ররি বার্ন্স থেমেছেন ১৩৩ রানে। আগের দিনের ৩৮ রানের সঙ্গে ১২ রান যোগ করে হাফ সেঞ্চুরি করে ফিরেছেন অলরাউন্ডার বেন স্টোকস।

এছাড়া শেষ দিকে ক্রিস ওকসের অপরাজিত ৩৭ এবং স্টুয়ার্ট ব্রডের ২৯ রানের কল্যাণে প্রথম ইনিংস শেষে ৯০ রানে এগিয়ে থাকে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স এবং ন্যাথান লায়ন। দুটি করে উইকেট নিয়েছেন জেমস প্যাটিনসন এবং পিটার সিডল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২৭ রানের মধ্যে দুই ওপেনার ক্যামেরন বেনক্রফট (৭) এবং ডেভিড ওয়ার্নারকে (৮) হারায় তাঁরা।
এরপর স্মিথের সঙ্গে লড়াই চালিয়ে যান উসমান খাওয়াজা। ব্যক্তিগত ৪০ রানে স্টোকসের শিকার হয়ে ফেরেন তিনি। দিনশেষে স্মিথের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ট্রাভিস হেড (২১*)।
নিজেদের প্রথম ইনিংসে স্মিথের ১৪৪ রানে ভর করে ২৮৪ রান সংগ্রহ করেছিল অস্ট্রেলিয়া। এবারও স্মিথের ব্যাটে চেয়ে থাকবে অজিরা।