promotional_ad

আম্পায়ারকে চার রান কমানোর কথা বলেননি স্টোকস!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন দাবি করেছিলেন, বিশ্বকাপ ফাইনালের মোড় ঘুরিয়ে দেয়া সেই অতিরিক্ত চার রান নিতে চাননি অলরাউন্ডার বেন স্টোকস। ম্যাচ শেষে আম্পায়ারদের কাছে গিয়ে সেই চার রান ফিরিয়ে নিতে বলেছিলেন ইংলিশ এই অলরাউন্ডার। 


অ্যান্ডারসনের এই বক্তব্যের পর এবার মুখ খুললেন স্টোকস নিজেই। তাঁর দাবি, ওভার থ্রো থেকে আসা সেই ৪ রান ফিরিয়ে নেওয়ার কথা আম্পায়ারকে বলেননি তিনি। স্টোকস বলেন, ‘সবকিছুই দেখেছি। ভাবছি, ৪ রান ফিরিয়ে নেয়ার কথা বলেছিলাম কি না? বুকে হাত রেখে বলতে পারি, আম্পায়ারের কাছে গিয়ে এমন কিছু বলিনি।’



promotional_ad

ম্যাচের ৫০তম ওভারের চতুর্থ বলে ২ রানের জন্য দৌড় দেন স্টোকস। দ্বিতীয় রান পূর্ণ করার সময় ক্রিজে লাফ দেন তিনি। সে সময় মিড উইকেট বাউন্ডারি থেকে নিউজিল্যান্ডের ফিল্ডার মার্টিন গাপটিলের থ্রো স্টোকসের ব্যাটে লেগে পেরিয়ে যায় বাউন্ডারি।


যার সুবাদে দুই রানের জায়গায় ইংল্যান্ড পেয়ে যায় ছয় রান। এই ঘটনার সঙ্গে সঙ্গে স্টোকস হাত তুলে বসে পড়েন এবং জানান দেন ইচ্ছাকৃত এমনটি করেননি তিনি। পরবর্তীতে ম্যাচ টাই হলেও সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নেয় ইংলিশরা। ইংলিশদের শিরোপা জয়ের পর সেই অতিরিক্ত চার রান নিয়ে কথা বলেছিলেন পেসার জেমস অ্যান্ডারসন। 


ম্যাচ শেষে আম্পায়ারদের কাছে গিয়ে স্টোকস সেই চার রান ফিরিয়ে নিতে বলেছিলেন, যা নিজ চোখে দেখেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। অ্যান্ডারসন জানিয়েছিলেন, 'সেই ঘটনার পর আমি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে আলাপ করেছিলাম। সে দেখেছিল স্টোকসকে ম্যাচ শেষে আম্পায়ারের কাছে গিয়ে বলতে যে সেই চার রান তাদের দরকার নেই। রানগুলি তারা যেন কেটে নেয়।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball