বদলি ক্রিকেটারের নিয়ম কেমন হচ্ছে

ছবি: ছবি- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
খেলোয়াড় পরিবর্তনে নতুন নিয়ম জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লন্ডনে সর্বশেষ বার্ষিক সম্মেলনে এই নিয়ম পাশ করেছে আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট এবং ঘরোয়া ক্রিকেটেও কার্যকর হতে যাচ্ছে এই নতুন নিয়ম। অ্যাশেজ থেকেই কার্যকর করা হবে বদলি ক্রিকেটারের নিয়মটি।
বিবৃতিতে আইসিসি লিখেছে, ‘বদলি নামানোর সিদ্ধান্ত চালু থাকবে এবং সেটি নেবেন দলের চিকিৎসা প্রতিনিধি। বদলি খেলোয়াড়কে অভিন্ন হতে হবে এবং ম্যাচ রেফারির অনুমোদন লাগবে।’
বদলি ক্রিকেটারের নিয়মটি অনেকটাই নির্ভর করবে ম্যাচ রেফারির ওপর। ম্যাচ রেফারি ম্যাচের অবস্থা বুঝে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবেন বলে আইসিসি নিশ্চিত করেছে।
যেমন, যদি একজন বোলার ইনজুরিতে পড়ে আর তখন আর তার দলের একটি ব্যাটিং ইনিংস বাকি থাকে, তাহলে সিদ্ধান্ত হবে এক রকম। আবার কোনো বোলার ইনজুরিতে পড়ল এবং তার দলের একটি বোলিং ইনিংস বাকি, সেক্ষেত্রে রেফারি আরেক সিদ্ধান্ত দিতে পারবেন।
এ ছাড়া ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান এবং বোলারের বদলে বোলারকে বদলি ক্রিকেটার হিসেবে নিতে হবে বলে আইসিসি তাদের প্রতিবেদনে লিখেছে। একজন অলরাউন্ডার যদি ব্যাটসম্যান বা বোলারের বদলে নামেন তাহলে তিনি ওই ম্যাচে যথাক্রমে বোলিং এবং ব্যাটিং করতে পারবেন না! মূল ক্রিকেটারে ব্যাটসম্যান হলে ব্যাটিং এবং বোলার হলে বোলিং করতে পারবেন বদলি ক্রিকেটার।
অবশ্য সবকিছুর উপরে বলা আছে, যে ক্রিকেটার আহত হচ্ছে তাকে পরিপূর্ণ সেবা দিয়ে যেন মাঠে নামানো হয়।
এর আগে বলা হয়েছিল, শুধুমাত্র টেস্ট ক্রিকেটে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানোর নিয়ম চালু হতে পারে। কিন্তু আইসিসি ছেলে ও মেয়েদের তিন ফরম্যাটেই এ নিয়ম পাশ করেছে।
