promotional_ad

এতো জোরে বল খেলার অভিজ্ঞতা ছিল নাঃ সুজন

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শ্রীলঙ্কার পেসারদের বলের গতি পরাস্ত করেছে বাংলাদেশকে, মনে করছেন জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন। দেশের ঘরোয়া ক্রিকেটাঙ্গনে সাধারণত এতো গতির কোনও বল খেলতে হয় না ব্যাটসম্যানদের।



promotional_ad

তাই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিছুটা ভুগেছে বাংলাদেশ, মতামত সুজনের। তিনি বলেছেন, 'ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে পার্থক্য তো অনেক। আমাদের প্রিমিয়ার লিগ এবং আন্তর্জাতিকের মধ্যে আমি মনে করি অনেক পার্থক্য। এত জোরে বল আমার মনে হয় না আমরা প্রিমিয়ার লিগে খেলি। অথবা এক জায়গায় বল করে বা তেমনই বল থাকে।'


এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের ফিল্ডিংয়ের মানেও বিস্তর ফারাক দেখছেন সাবেক এই অধিনায়ক। প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টগুলোতে রানের পাহাড় দেখা গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে ব্যাটিং করতে ব্যর্থ হচ্ছেন ব্যাটসম্যানরা।



মূলত বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান আন্তর্জাতিক পর্যায়ের না হওয়াতেই এরূপ চিত্র দেখা যাচ্ছে বলে মনে করেন সুজন। পার্থক্যগুলো তুলে ধরে তিনি বলেন, 'প্রিমিয়ার লিগে ৭০০-৮০০ রান করছে অনেকে, কিন্তু তারা এখানে এসে পারছে না কারণ প্রিমিয়ার লিগের মান তেমন না, এতো বছর মাঠে থেকে আমার কাছে সেটাই মনে হয়। ফিল্ডিংয়েও প্রিমিয়ার লিগের সঙ্গে পার্থক্য আছে। এখানে ভালো ফিল্ডারও আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball