promotional_ad

অনার্স বোর্ডে মুরতাগ, ১২২ রানে এগিয়ে আয়ারল্যান্ড

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নাকানিচুবানি খেতে হয়েছে স্বাগতিক ইংল্যান্ডকে। মাত্র ১০ দিন আগে বিশ্বকাপ জেতা ইংল্যান্ড টেস্টের নবীণ দলটির কাছে প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ৮৫ রানে।


ঐতিহাসিক লর্ডসে শুরুতে ব্যাটিং করতে নেমে ২৩.৪ ওভার খেলতে পেরেছে জো রুটের দল। জবাবে খেলতে নেমে ২০৭ রানে গুঁটিয়ে গেছে আয়ারল্যান্ডের ইনিংস। ফলে লর্ডস টেস্টের প্রথম দিনেই পড়েছে ২০ উইকেট। দ্রুত অলআউট হলেও ১২২ রানের লিড পেয়েছে আয়ারল্যান্ড।


এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক রুট। কিন্তু মাঠে নামার পরেই শুরু হয় ব্যাটসম্যানদের আশা যাওয়ার মিছিল। আয়ারল্যান্ডের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি জেসন রয়, জনি বেয়ারস্টোদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরাও। 



promotional_ad

ইংল্যান্ডকে আকাশ থেকে মাটিয়ে নামিয়ে আনার মূল কাজটা করেছেন পেসার টিম মুরতাগ। মাত্র ১৩ রান খরচায় ৫ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান তিনি। ডানহাতি পেসার মার্ক অ্যাডেয়ার ৩২ রানে ৩ উইকেট নিয়ে দারুণ সঙ্গ দিয়েছেন মুরতাগকে। এছাড়া আরেক ডানহাতি পেসার বয়েড র‍্যানকিন পেয়েছেন ২ উইকেট। 


স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করতে পেরেছেন তিন নম্বরে খেলতে নামা জো ডেনলি। আর ১৯ রান করেছেন ওলি স্টোন। ইংল্যান্ডকে ৮৫ রানে গুঁটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি উইলিয়াম পোর্টারফিল্ডের দল। 


অ্যান্ড্রু বালবির্নি সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেছেন। এছাড়া পল স্টারলিং ৩৬ এবং কেভিন ও' ব্রায়ান ২৮ রান করেন। আয়ারল্যান্ডকে অল্প রানে আটকে ফেলার পেছনে মূল কলকাঠি নেড়েছেন তিন পেসার স্ট্রুয়ার্ট ব্রড, ওলি স্টোন এবং স্যাম কারান। তিন জনই পেয়েছেন সমান তিনটি করে উইকেট। আর একটি উইকেট তুলে নিয়েছেন অলরাউন্ডার মঈন আলি। 


আয়ারল্যান্ডের ইনিংসের পর দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। তবে মাত্র এক ওভার খেলে প্রথম দিন শেষ করেছে তারা। যদিও স্কোর বোর্ডে কোনো রান যোগ করেননি দুই ওপেনার জ্যাক লিচ এবং রোরি বার্নস।  



সংক্ষিপ্ত স্কোরঃ


ইংল্যান্ডঃ ৮৫ অল আউট (২৩.৪ ওভার) (জো ডেনলি ২৩) (টিম মুরতাগ ৫/১৩)


আয়ারল্যান্ডঃ ২০৭ অল আউট (৫৮.২ ওভার) (বালবির্নি-৫৫) (কারান-৩/২৮) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball