promotional_ad

সুপার ওভার চলাকালে প্রাণ হারিয়েছেন নিশামের কোচ!

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপ ফাইনালে সুপার ওভার চলাকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জিমি নিশামের ছোটবেলার কোচ ডেভ গর্ডন। বাল্যকালের কোচকে হারিয়ে দুঃখ প্রকাশ করেছেন নিশাম।


সুপার ওভারে ব্যাটিং করতে নেমেছিলেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। ১৫ রান তাড়া করতে নেমে একটি ছক্কা মারেন তিনি। নিশাম যখন দলকে জেতাতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাঁর কোচ ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। 


ডেভের কন্যা লিওনি গর্ডন মিডিয়াকে বলেছেন, 'সুপার ওভার চলাকালে হঠাৎ করে একজন নার্স এসেছিলেন। তিনি বলছিলেন, আমার বাবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। 



promotional_ad

আমার মনে হয় জিমি যখন শেষ ছক্কা হাঁকায় তখনই আমার বাবা শেষ নিঃশ্বাস নিয়ে নেয়। তিনি নিশামের ব্যাপারে সচেতন ছিলেন। নিশাম যা করেছে সেটা আমার বাবাকে গর্বিত করতে পারত।'


যার হাতে ক্রিকেটে হাতেখড়ি, সেই কোচকে হারিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নিশাম। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দুঃখ প্রকাশ করেছেন তিনি। 


'ডেভ গর্ডন ছিলেন আমার স্কুলের শিক্ষক, কোচ এবং বন্ধু। ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা অন্যরকম ছিল। আমরা তাঁর অধীনে খেলতে পেরে ভাগ্যবান। 


এমন ম্যাচের পর আপনি খুশি হতে পারতেন। আপনাকে আমি গর্বিত করতে পারতাম। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। ওপারে ভালো থাকবেন।' লিখেছেন নিশাম। 



ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচটি নির্ধারিত ১০০ ওভারেও মীমাংসা না হলে শেষমেশ সুপার ওভারে গড়ায়। এরপরও টাই হওয়ায় বেশি বাউন্ডারি বিবেচনায় শিরোপা জেতে ইংল্যান্ড। ইংল্যান্ডের বাউন্ডারি ছিল ২৬ টি, কিউইদের ১৭ টি। 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball