বিশ্বকাপ ভাগাভাগি করার পক্ষে কিউই কোচ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ ফাইনালের পরের দিন সাবেক কিউই ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান বলেছিলেন শিরোপা দুই দলের মাঝে ভাগাভাগি করা যেতে পারত। কথাটি মনে ধরেছে কিউই হেড কোচ গ্যারি স্টিডের।
'আপনি যখন টানা সাত সপ্তাহ ক্রিকেট খেলেন এবং ফাইনাল পর্যন্ত শিরোপা জয়ী দল নির্ধারণ করতে না পারেন, তাহলে এটা (বিশ্বকাপ ভাগাভাগি করা যায় কিনা) অবশ্যই ভেবে দেখা উচিত।

বিশ্বকাপে আলোচিত অনেক ঘটনার মতো এটাও একটি বড় ঘটনা। সবকিছু পুনরায় দেখা উচিত।' বলেছেন কিউই কোচ।
এর আগের দিন ম্যাকমিলানও বলেছিলেন এমনটা। পঞ্চাশ ওভারের ম্যাচে দুই দলই সমান ২৪১ রান করায় সুপার ওভারে গড়ায় ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ফাইনালটি।
সুপার ওভারেও দুই দল করে সমান ১৫ রান করে। এরপর বাউন্ডারির সংখ্যা বিবেচনায় জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। ইংল্যান্ডের বাউন্ডারি ছিল ২৬ টি, কিউইদের ১৭ টি।
পুরো বিষয়টির সমালোচনা করে ম্যাকমিলান বলেছিলেন, 'ফাইনালের ফলাফল পরিবর্তন করা সম্ভব নয়। সাত সপ্তাহ পর যখন শিরোপা জয়ী দল খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সুপার ওভারেও যখন টাই হল তখন বিশ্বকাপ ভাগাভাগির কথা বললে ভুল হবে না। শিরোপা অবশ্যই ভাগাভাগি করা উচিত ছিল।'