ক্যারিয়ার সেরা পয়েন্ট উইলিয়ামসনের

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির নতুন প্রকাশিত ব্যাটসম্যানদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অবস্থানের পরিবর্তন না হলেও ক্যারিয়ার সেরা পয়েন্ট পেয়েছেন কিউই এই ব্যাটসম্যান।
বর্তমানে উইলিয়ামসনের পয়েন্ট ৭৯৯। ক্যারিয়ারে এর আগে এতো বেশি পয়েন্ট কখনোই অর্জন করতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। তাঁর উপরে স্বদেশীদের মধ্যে আছেন কেবল একজন, রস টেলর। ৮১৭ পয়েন্ট নিয়ে টেলরের অবস্থান পাঁচ নম্বরে।

পুরো আসরে ব্যাট হাতে অনবদ্য ছিলেন উইলিয়ামসন। দুটি সেঞ্চুরির সহায়তায় ব্যাট হাতে ৫৭৮ রান করেছেন তিনি। স্মরণীয় পারফর্মেন্সে সাকিব আল হাসান, মিচেল স্টার্কদের পেছনে ফেলে টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
ব্যাটসম্যানদের নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে উঠে এসেছেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালের নায়ক বেন স্টোকস। ইংলিশ এই ব্যাটসম্যানের এটাই ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
তালিকায় শীর্ষেই আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি (৮৮৬ পয়েন্ট)। ৮৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা।