কোহলিদের কোচ থাকতে আবেদন করতে হবে শাস্ত্রীকে!

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের হেড কোচ পদে বহাল থাকতে পুনরায় আবেদন করতে হবে রবি শাস্ত্রীকে। শুধু শাস্ত্রী নয়, ভারতের কোচিং স্টাফের সকল সদস্যকেই পুনরায় আবেদন করতে হবে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল শাস্ত্রীসহ অন্যান্য কোচদের। যাদের মধ্যে আছেন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভারত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধর।

বিশ্বকাপ শেষ হওয়ার পর কোচিং স্টাফদের চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়িয়েছে বিসিসিআই। এই ৪৫ দিনের মধ্যে পুনরায় আবেদন করতে হবে সবাইকে।
৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবে ভারত। এ কারণেই ৪৫ দিন পর্যন্ত তাঁদের মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন করে আবেদন করলেও এখান থেকে বাদ পড়ে যেতে পারেন কেউ কেউ। তবে হেড কোচ থাকার জোরালো সম্ভাবনা শাস্ত্রীরই।
শাস্ত্রী-বাঙ্গারদের চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়ালেও ট্রেইনার শঙ্কর বসু এবং ফিজিও প্যাট্রিক ফারহার্ট সেই তালিকায় নেই। এদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে রওয়ানা করবে ভারত।