ক্রিকেট নয়, জীবনকে উপভোগ করোঃ নিশাম

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল হারের পর যারপরনাই হতাশ জিমি নিশাম। নিজ দেশের বাচ্চাদের খেলাধুলা থেকে দূরে থাকতে বলেছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। খেলাধুলা বললেও মূলত ক্রিকেট থেকেই বাচ্চাদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
ফাইনাল হেরে যাওয়ার পর টুইটারে নিশাম লিখেছেন, ‘বাচ্চারা খেলাধুলায় আসার দরকার নেই। বেকারি অথবা বিকল্প কিছু শুরু করো। ৬০ বছর বয়স পর্যন্ত জীবনকে উপভোগ করো। এরপর মোটা অবস্থায় মারা যাও।'

টানটান উত্তেজনার ম্যাচটি নির্ধারিত ১০০ ওভারেও মীমাংসা না হলে শেষমেশ সুপার ওভারে গড়ায়। এরপরও মীমাংসা না হলে বেশি বাউন্ডারি বিবেচনায় শিরোপা জেতে ইংল্যান্ড।
'এটা খুব কষ্টকর। আশাকরি আগামী এক দশকে হয়তো এক বা দুইদিন পাবো যখন এই খেলার শেষ আধা ঘন্টার কথা মনে আসবে না। ইংল্যান্ডকে অভিনন্দন, তারাই যোগ্য।'
বিশ্বকাপের গত আসরেও ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তাঁরা। টানা দুই ফাইনাল হারে চরম হতাশ উইলিয়ামসনবাহিনী।