ভুল বিচার করেছেন আম্পায়াররাঃ সাইমন টফেল

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের থ্রো দৌড়ে দ্বিতীয় রান নেওয়ার সময় বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি সীমানা পার করে। ইংল্যান্ডের রানের খাতায় যোগ হয় ছয় রান। গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারদের নেওয়া এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন জনপ্রিয় আম্পায়ার সাইমন টফেল।
পাঁচবার আইসিসির বর্ষসেরা সাবেক এই আম্পায়ার মনে করেন, ইংল্যান্ডকে সেইসময় ছয় রানের জায়গায় পাঁচ রান দেওয়া উচিত ছিল। ছয় রান দেওয়ার সিদ্ধান্ত স্টোকসকে স্ট্রাইকে নিয়ে যায়, এটাও কিউইদের বিপক্ষে গিয়েছে।

এমন সিদ্ধান্ত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের নিয়মকেও ভঙ্গ করেছে বলে দাবি করেন বর্তমানে আম্পায়ারদের প্রশিক্ষণ দেওয়া এই কোচ।
তাঁর ভাষায়, 'তাদের পাঁচ রান দেওয়া উচিত ছিল। ছয় রান নয়। এটা পুরোপুরি ভুল ছিল। আম্পায়ারদের বিচারে করায় ভুল হয়েছে।
আম্পায়াররা এখানে লক্ষ্য করেছে কে রান নিচ্ছিল। কিন্তু তাদের দেখা উচিত ছিল ফিল্ডার বল থ্রো করার সময় ব্যাটসম্যানের গতিবিধি কেমন ছিল। আম্পায়াররা যে সিদ্ধান্ত নিয়েছে তা ন্যায্য নয়।'
সেসময় ইংল্যান্ডের প্রয়োজন ছিল তিন বলে নয় রান। ছয় রান পেয়ে যাওয়ার পর ইংল্যান্ডের প্রয়োজন ছিল দুই বলে তিন রান। শেষমেশ সুপার ওভারে গড়ায় ম্যাচটি। সেখানেও মীমাংসা না হলে সর্বোচ্চ বাউন্ডারি বিবেচনায় শিরোপা জিতে ইংল্যান্ড।