অধিনায়ক উইলিয়ামসনের বিশ্বরেকর্ড

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়ক হিসেবে নির্দিষ্ট কোনও বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড এখন কেন উইলিয়ামসনের। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলতে নামার আগে এই রেকর্ড থেকে মাত্র এক রান দূরে ছিলেন কিউই দলপতি।
ফাইনালে ৩০ রান করেছেন উইলিয়ামসন। যদিও উইকেটে নেমে এক রান নিতেই এই মাইলফলকে পৌঁছে যান তিনি। এবারের বিশ্বকাপে দুটি সেঞ্চুরিসহ ৫৭৮ রান করে ১২ বছর আগের রেকর্ড ভেঙেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

তাঁর করা ৫৭৮ রানই বিশ্বকাপ ইতিহাসে কোনও অধিনায়কের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। এর আগে আগে ২০০৭ সালের বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে।
সেই বিশ্বকাপে ১১ ইনিংস খেলে ৫৪৮ রান করেছেন মাহেলা। ১০ ইনিংস দিয়েই রেকর্ডটি নিজের করে নিলেন ২৮ বছর বয়সী উইলিয়ামসন।
একইসঙ্গে এবারের বিশ্বকাপে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নাম লিখিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৬৪৮ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন ভারতের রোহিত শর্মা। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন তৃতীয় স্থানে (৬০৬ রান)।