promotional_ad

ভারতীয় বোর্ডের সমালোচনায় যুবরাজ

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর একের পর দুর্বলতা বেরিয়ে আসছে ভারতের। বিরাট কোহলির দলের চুলচেরা বিশ্লেষণে নেমেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এবার ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বর পজিশন নিয়ে মন্তব্য করেছেন দেশটির বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং।


এই পজিশনে অম্বতি রাইডুকে চেয়েছিলেন যুবরাজ। কিন্তু শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে নেয়া হয়নি তাঁকে। এ কারণে ভারতীয় বোর্ডের সমালোচনা করেছেন দেশকে বিশ্বকাপ জেতানো সাবেক এই ক্রিকেটার।



‘রাইডু চার নম্বরে ব্যাটিংয়ের সুযোগটি লুফে নিয়েছিল। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তাকে রেখে দেওয়া উচিত ছিল। সে ম্যাচ ভালো বোঝে। রাইডুর সঙ্গে বোর্ড খারাপ করেছে। তিন-চারটি বাজে ইনিংস খেলায় তাকে বাদ দেওয়া ঠিক হয়নি।’ বলেছেন যুবরাজ। 
 
নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আউট হওয়ার পর বিপদে পড়ে ভারত। গত দুই বছর ভারতের ম্যানেজমেন্ট চার নম্বর পজিশনে অম্বতি রাইডু, ঋষভ পান্ত এবং দিনেশ কার্তিককে খেলালেও কাউকে থিতু করতে পারেনি।



promotional_ad


যুবরাজ আরও বলেন, ‘কিছুদিন আগেও ওরা পান্ত এবং কার্তিককে এই পজিশনে খেলিয়েছে। তারা কখনও ভালো খেলেছে বা খারাপ খেলেছে। ওদের সেভাবে তৈরি করা উচিত ছিল। বিরাট বা রোহিত যদি দ্রুত আউট হয় তাহলে আমরা বিপদে পড়ব। এটা সবাই জানে। চার নম্বরে ভালো কাউকে দরকার ছিল।’  


 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball