promotional_ad

ফাইনালে সব পুষিয়ে দেবেন গাপটিল?

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে ব্যাট হাতে এখন পর্যন্ত নিস্প্রম্ভ নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ৩২ বছর বয়সী এই ওপেনার ফাইনালে নিজের সবটুকু নিংড়ে দিতে চান।


গত নয় ম্যাচে তাঁর রান যথাক্রমে ৭৩, ২৫, ০, ৩৫, ০, ৫, ২০, ৮ এবং ১। আসরে নয় ম্যাচ খেলে মাত্র একটিতে হাফসেঞ্চুরি পেয়েছেন গাপটিল। আর সেটিও এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে। 



promotional_ad

এরপর ব্যাট হাতে একটানা ব্যর্থ হয়েছেন গত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহণকারী এই ব্যাটসম্যান। ফাইনালে রান করে সব ব্যর্থতা দূর করতে চান তিনি।


গাপটিল বলেন, 'গত দুই নেট অনুশীলনে আমার মনে হয়েছে আমি আমার সেরা অবস্থানে আছি। আমি অনেক সময় দিয়েছি এখানে এবং ব্যাটিংয়ে গিয়ে কিছু কাজে লাগাতে পারনিনি, এটি অনেক হতাশাজনক। 


কেউই আমার থেকে বেশি হতাশ নয়। আমি শুধু আমার খেলাটি ধরে রাখতে চাই, কঠোর পরিশ্রম করতে চাই নেটে এবং আশা করি ফাইনালে  এর ফলাফল একত্রে পাবো।'



কিন্তু এমন অবস্থান থেকে বের হয়ে আসা যে অনেক কষ্টের সেটাও মানছেন ডানহাতি এই ওপেনার। তাঁর ভাষায়, 'এটি অনেক কঠিন ছিল। মানুষ কি লিখছে সেটি আপনি পড়তে চাইবেন না এবং মানুষ কি বলছে সেটি শুনতেও চাইবেন না। তবে এর সব কিছু থেকে বের হয়ে আসা কঠিন।' 


আগামী ১৪ জুলাই (রবিবার) ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হবে এই ম্যাচটি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball