ভিলিয়ার্সকে ছাড়া প্রোটিয়াদের বিশ্বকাপ জয় অসম্ভবঃ যুবরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবি ডি ভিলিয়ার্সকে ছাড়া চলতি বিশ্বকাপে কখনোই শিরোপা জিততে পারত না দক্ষিণ আফ্রিকা। এমনটা মনে করছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।
বিশ্বকাপের শুরুর দিকে জানা যায়, এবারের বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) দ্বারপ্রান্তে ঘুরেছেন ভিলিয়ার্স। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় ভিলিয়ার্সকে।

এরপর গত শুক্রবার এ নিয়ে মুখ খুলেছেন স্বয়ং ভিলিয়ার্স। তিনি জানান, বোর্ডের দ্বারপ্রান্তে তিনি যাননি, বরঞ্চ বোর্ডই তাঁকে বলেছিল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে যোগাযোগ করতে। ফলে গত শুক্রবার আবারও আলোচনায় আসেন ভিলিয়ার্স। পুরো বিষয়টি চোখে পড়েছে যুবরাজের।
কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'আমি যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে তুমি (ভিলিয়ার্স) সেরাদের একজন। তোমাকে ছাড়া প্রোটিয়াদের বিশ্বকাপ জয় অসম্ভব ছিল।
খেলতে না পেরে তোমার ক্ষতি হয়নি। বরং তোমাকে না পেয়ে তোমার দেশের ক্ষতি হল। বড় মাপের ক্রিকেটারদের সমালোচনা হবেই। আমরা জানি, তুমি ক্রিকেটের ভদ্রলোকদের একজন।'
এবারের বিশ্বকাপ ভালো যায়নি দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে শুরু করা দলটি আসর শেষ করেছে পয়েন্ট তালিকার সাত নম্বরে থেকে।