গাঙ্গুলি-গাভাস্কারদের সমালোচনার জবাব দিলেন শাস্ত্রী

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মহেন্দ্র সিং ধোনি সাত নম্বরে নেমে দলকে জেতাতে পারেননি। দলকে ফাইনালে না তুলতে পারায় ধোনির ব্যাটিং পজিশনের সমালোচনা করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং সুনিল গাভাস্কাররা। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন ভারতের কোচ রবি শাস্ত্রী।
ধোনিকে ব্যাটিংয়ে আরও উপরের দিকে চেয়েছিলেন গাঙ্গুলি-গাভাস্কাররা। সেই ম্যাচে ৭২ বলে ৫০ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়েও ব্যর্থ হয়েছেন ধোনি।

গাঙ্গুলি-গাভাস্কারদের যুক্তি ছিল, ঋসভ পান্ত, দিনেশ কার্তিক এবং হার্দিক পান্ডিয়াদের পরে ধোনিকে নামানোয় মাঝের দিকে অভিজ্ঞতার অভাব দেখা দিয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনআপে।
পান্ত, কার্তিক, পান্ডিয়া- প্রত্যেকেই তাই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বলে মন্তব্য করেছিলেন ভারতীয় সাবেকরা।
এবার সেই সমালোচনার জবাবে শাস্ত্রী বলেছেন, 'এটা দলীয় সিদ্ধান্ত ছিল। সবাই এটার পক্ষে মত দিয়েছিল। এটা খুবই সাধারণ সিদ্ধান্ত ছিল। কেননা ধোনি যদি আগে ব্যাট করতে যেয়ে আউট হয়ে যেত তাহলে আমাদের রান তাড়া করার স্বপ্ন ভেঙে যেত।
তার অভিজ্ঞতা নিচের দিকে দরকার ছিল আমাদের। সে ইতিহাসের অন্যতম সেরা ফিনিশার। এটা খুবই খারাপ হতো যদি আমরা তাঁকে সেভাবে ব্যবহার না করতে পারি। পুরো দলই তাকে পরে নামানোর পক্ষে ছিল।'