ছিটকে পড়েছেন খাওয়াজা, ঝুলছে স্টয়নিসের ভাগ্য

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খাওয়াজা। অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার খাওয়াজার বাদ পড়া নিশ্চিত করেছেন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে টান লাগে খাওয়াজার। ইনিংসের শুরুতেই ব্যথা অনুভব করেন তিনি। সে সময় মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দেন দলের ফিজিও। ব্যাটিং চালিয়ে গেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন খাওয়াজা। ১৮ রানের ছোট ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি।
রবিবার (৭ জুলাই) তাঁর স্ক্যান করানো হলে রিপোর্টে সুসংবাদ পায়নি অজি দল। তিন থেকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে বাঁহাতি এই ব্যাটসম্যানকে, জানিয়েছেন কোচ ল্যাঙ্গার।

'উজি (উসমান খাওয়াজা) হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছে। তাঁকে সম্ভবত তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। যা আমাদের জন্য খারাপ সংবাদ। কিন্তু এখন তাঁকে অ্যাশেজের আগে সুস্থ করার জন্য চেষ্টা করতে হবে। তাঁর জন্য কষ্ট হচ্ছে। শন মার্শের জন্যও খারাপ লাগছে। তাঁকেও বিশ্বকাপের সেমিফাইনালে পাচ্ছি না আমরা।'
বিশ্বকাপে অজিদের হয়ে গ্রুপ পর্বের সব ম্যাচই খেলছেন খাওয়াজা। দলের বিপর্যয়ে ব্যাট হাতে প্রতিরোধ গেছেন এই বাঁহাতি। বিশ্বকাপে একটি সেঞ্চুরিও আসেনি খাওয়াজার ব্যাট থেকে। তবে ৮৮ এবং ৮৯ রানের দুটি মূল্যবান ইনিংস খেলেছেন তিনি।
এদিকে অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে নিয়েও দুশ্চিন্তায় রয়েছে অজি দল। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে বিশ্বকাপে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। সুস্থ হয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফিরেছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাউন্ডারি থেকে বল ছুঁড়ে মারতে গিয়ে আবারো পুরনো জায়গায় চোট পান তিনি। তাঁকেও আজ স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ল্যাঙ্গার।
'মার্কাসেরও একই অবস্থা। সে সাইড স্ট্রেইন ইনজুরিতে ভুগছে। আমরা এই মুহূর্তে তাঁকে পর্যবেক্ষণে রেখেছি। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা।'
তাঁদের দুইজনের বদলি হিসেবে ম্যাথু ওয়েড এবং অলরাউন্ডার মিচেল মার্শকে ইংল্যান্ডে ডেকেছে অস্ট্রেলিয়া।