promotional_ad

পাকিস্তানের অসম্ভব সমীকরণ নিয়ে ইউসুফের ঠাট্টা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


পাকিস্তানের বিশ্বকাপ সেমিফাইনাল সমীকরণ নিয়ে ঠাট্টা করেছেন দেশটির সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। তাঁর মতে বাংলাদেশ দলের ওপর যদি বজ্রপাত হয় অথবা ১০ রানে অলআউট হয়, তাহলেই কেবল সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান। 


গাণিতিকভাবে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা এখনও টিকে আছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড হারার পরই কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সরফরাজ আহমেদের দল। সেমিফাইনালে যাওয়ার জন্য অসম্ভব সমীকরণের সামনে পাকিস্তান।



promotional_ad

শুক্রবার বাংলাদেশের বিপক্ষে শুধু জিতলেই হবে না। ব্যবধান হতে হবে অন্তত ৩১৬ রানের। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত এতো বড় জয় নেই কোনো দলের। পরিসংখ্যান ঘেটে জানা যায় আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বাধিক ব্যবধানের জয়টি ২৯০ রানের ব্যবধানের। 


এমন অসম্ভব সমীকরণ নিয়ে বুধবার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক হয়েছে পাকিস্তান। এবার তাদের সঙ্গে তাল মিলিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার। 


ঠাট্টার ছলে তিনি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। তবে বাংলাদেশ দলের ওপর যদি বজ্রপাত হয়, অথবা তারা ১০ রানে অলআউট হয় তবেই আমাদের সুযোগ থাকবে।’



যদিও বাংলাদেশ টসে জিতে আগে ব্যাট করতে নামলে পাকিস্তানের আশার সেখানেই সমাপ্তি হবে। ইউসুফ মনে করেন কোনো খারাপ দলের বিপক্ষে খেললেও এমন পরিস্থিতি পার করা সম্ভব নয়।


‘আপনি যদি কোনো খারাপ দলের বিপক্ষেও খেলেন, তবুও এমন পরিস্থিতি পার করা সম্ভব না। ৩১৬ রানের জয় প্রায় অসম্ভব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball