promotional_ad

যুক্তি-তর্ক এড়িয়ে চলার পরামর্শ মাশরাফির

রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারত-বাংলাদেশের ম্যাচ মানেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দলের ভক্তদের কথার লড়াই চরমে। পক্ষে বিপক্ষে নানা যুক্তি-তর্ক দেখা যায়। তবে এই যুক্তি-তর্ক এড়িয়ে চলতে ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


ভারতের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, এগুলো কোনো ভাবেই কাজে আসবে না বাংলাদেশের। তাই দলের ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে জিততে পারলে সেটাই বাংলাদেশের বড় অর্জন হবে বলে বিশ্বাস মাশরাফির।



promotional_ad

‘সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হয়, আমি মনে করি না এগুলো কোনোভাবে আমাদের সাহায্য করবে। এটা থেকে দূরে থাকাই ভালো আমি মনে করি। যদি আমরা ভালো খেলতে পারি, জিতি তাহলে এটাই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন।'


বিশ্বকাপে ভারত-বাংলাদেশ প্রথম মুখোমুখি হয় ২০০৭ সালে। প্রথম দেখাতেই শক্তিশালী ভারতকে হারিয়ে দারুণ চমক দেখায় বাংলাদেশ। ওই হারের ফলে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় ভারতকে।


এরপর দুই দল মুখোমুখি হয় ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে। এই দুই ম্যাচেই অবশ্য বড় জয় পায় ভারত। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ।



সেই ম্যাচেও হারতে হয়েছিল মাশরাফির দলকে। সমর্থকদের প্রত্যাশার কারণে ভারতের বিপক্ষে খেললেই বাড়তি চাপ থাকে বাংলাদেশের। তবে ওয়ানডে অধিনায়ক মনে করেন শুধু ভারত নয় যেকোনো দলের বিপক্ষেই চাপ থাকে। 


‘আমরা এর ভেতর অনেকবারই খেলেছি। বিশেষ করে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাপ থাকবেই। দেশের হয়ে যে কারোর বিপক্ষেই চাপ থাকবে।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball