শুরুর আগেই ব্যাটিং নিয়ে বিপদে ভারত

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে শুরুর আগেই ব্যাটিং নিয়ে বিপদে পড়ে গেছে ভারত। ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। পিঠের চোটের কারণে তিনি ইতোমধ্যে মাঠের বাইরে চলে গেছেন। তাঁর বদলি হিসেবে ফিল্ডিং করছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
চোট গুরুতর হলে ইংল্যান্ডের বিপক্ষে রাহুলকে ব্যাটিংয়ে নামানোর ঝুঁকি নেবে না ভারত। সেটা হলে ইংলিশদের বিপক্ষে ওপেনিংয়ে দেখা যেতে পারে চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা ঋষভ পান্তকে।

এজবাস্টনে ইংল্যান্ডের ইনিংসের ১৬তম ওভারের ঘটনা। বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রাহুল। জনি বেয়ারস্টোর উড়িয়ে মারা বল ফেরানোর জন্য লাফ দেন ভারতের এই ওপেনার। বলটি রাহুলের হাত ছুঁয়ে সীমানার বাইরে চলে যায়।
ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান ডানহাতি এই ব্যাটসম্যান। এ সময় পিঠে মারাত্মক আঘাত পান তিনি। চোট পাওয়ার পর দ্রুতই মাঠ ছাড়েন রাহুল। ভারতের ফিজিও প্যাট্রিক ফারহার্ট প্রাথমিক চিকিৎসা দিয়ে রাহুলকে মাঠের বাইরে নিয়ে যান।
রাহুলের হাতে জীবন পাওয়ার পর বেয়ারস্টো ১০৯ বলে ১১১ রানের ঝাঁঝালো ইনিংস খেলেন। মূলত ডানহাতি এই ব্যাটসম্যানের ঝড়ো ইনিংসের সুবাদেই ভারতের বিপক্ষে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় বিশ্বকাপের আয়োজকরা।