promotional_ad

চিন্তার শেষ নেই ইংলিশদের

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর আত্মবিশ্বাসে চিড় ধরেছে ইংল্যান্ডের। এর আগের ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বিশ্বকাপের আয়োজকরা। টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় ইংলিশদের সেমিফাইনালে ওঠার পথ বেশ কঠিন হয়ে পড়েছে।


এর সঙ্গে দলের বেশ কয়েকজন শীর্ষ খেলোয়াড়ের ইনজুরি চিন্তায় ফেলে দিয়েছে দলটিকে।পরবর্তী দুই ম্যাচে সেরা একাদশ সাজানো নিয়ে বিপাকে পড়ে গেছে ক্রিকেটের জনক দেশটি। অথচ সেমিফাইনালে জায়গা করে নিতে শেষ দুই ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের।


বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়া জফরা আর্চার সাইডস্ট্রেইনের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি। বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের হয়ে তাঁর অভিষেক হলেও দলের বড় ভরসা হয়ে উঠেছেন ডানহাতি এই পেসার।



promotional_ad

আর্চারের ইনজুরি নিয়ে চিন্তিত ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তারা আশা করছে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই এই পেসার সেরে উঠবেন। 


শঙ্কা আছে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদকে নিয়েও। বিশ্বকাপের শুরু থেকেই তিনি কাঁধের চোটে ভুগছেন। এই চোটের কারণে এখন পর্যন্ত তাঁর কাছ থেকে সেরা পারফর্মেন্স পায়নি ইংল্যান্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত তাঁর বোলিং গড় ৫১.৮৫ এবং তাঁর ইকোনোমি ৫.৭৬। দুটোই ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে বাজে।


বুধবার আদিল রশিদের আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তাদের আশা; রবিবার ভারতের বিপক্ষে খেলতে পারবেন রশিদ। 


এখানেই শেষ নয়। আরও চোট আছে ইংলিশ শিবিরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। যদিও তাঁকে নিয়ে শঙ্কা নেই।



এতো চিন্তার মাঝেও একটি সুখবর আছে ইংল্যান্ডের জন্য। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন নিয়মিত ওপেনার জেসন রয়। ইংল্যান্ড দলের একজন মুখপাত্র বলেছেন, 'সে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে অনেকটাই সেরে উঠেছে।'


মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলনও করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। রয় না থাকায় ইংল্যান্ডের শেষ তিন ম্যাচে জনি বেয়ারস্টোর সঙ্গে ইনিংস শুরু করেছেন জেমস ভিন্স। কিন্তু দলকে খুব ভালো শুরু এনে দিতে পারেননি তিনি। উদ্বোধনী জুটিতে ভালো কিছু করতে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে রয়কে যেভাবেই হোক খেলাতে চাইবে ইংল্যান্ড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball