সর্বকালের সেরাদের আলোচনায় সাকিবঃ হাসি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি, ইয়ান বোথাম, কপিল দেব, ইমরান খান, গ্যারি সোবার্সদের সঙ্গে শীঘ্রই যোগ দিবেন বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি সাকিবের পারফর্মেন্স দেখে এমনই ধারণা করছেন। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে একাই টানছেন সাকিব। কখনো ব্যাট হাতে দলকে এনে দিচ্ছেন অবিশ্বাস্য জয়, আবার কখনো বল হাতে দেখাচ্ছেন নিজের সামর্থ্য।
এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরার বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব। টুর্নামেন্টে তিনটি হাফ সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরি হাঁকানো বাঁহাতি ব্যাটসম্যান সাকিবের নামের পাশে রয়েছে ৪৭৬ রান।

বল হাতেও ইতোমধ্যে ১০ উইকেট তুলে নিয়েছেন তিনি। বিশ্বকাপের একমাত্র ক্রিকেটার সাকিব, যিনি এক আসরে ৪০০ রান এবং ১০ উইকেট নিয়েছেন। তাঁর অলরাউন্ডিং পারফর্মেন্সেই এবারের বিশ্বকাপে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে আছে বাংলাদেশ।
বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে যে ক্যারিয়ার শেষ করবেন সাকিব তাতে কোন সন্দেহ দেখছেন না হাসি। সাকিবকে নিয়ে হাসির বক্তব্য, 'আমি মনে করি সর্বকালের সেরা অলরাউন্ডারদের আলোচনায় আছে সাকিব। কোনো বিতর্ক নেই। পরিসংখ্যানে তাকান, অবিশ্বাস্য সে। এই বিশ্বকাপের দিকেই তাকান, সে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপের সেরা ক্রিকেটার।
বাংলাদেশকে সেরা পাঁচে এনে দেয়ার জন্য সেই আসল নায়ক। পুরো ক্যারিয়ার জুড়েই হয়তো সে আন্ডাররেটের ছিল। তবে সে যখন ক্যারিয়ার শেষ করবে, সে অবশ্যই বিশ্বের মহান ক্রিকেটাদের তালিকায় থাকবে, বাংলাদেশের সেরা ক্রিকেটার হিসেবে অবসর নিবে তাতে কোনো সন্দেহ নেই।'
ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৫ টেস্ট, ২০৪ ওয়ানডে এবং ৭২ টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। তিন ফরম্যাট মিলে তাঁর রানের সংখ্যা ১১ হাজারের বেশি। তাঁর উইকেটের সংখ্যা সাড়ে পাঁচশ'র কাছাকাছি।
আইসিসির বর্তমান র্যাঙ্কিংয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব। টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সেরা দেশসেরা এই অলরাউন্ডার। স্বভাবতই সর্বকালের সেরাদের আলোচনায় আসতেই পারেন সাকিব।